স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটি।
আজ বুধবার (২৬ মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন সংগঠনটির আহ্বায়ক ফারহানা নওশীন তিতলী, সদস্য সচিব মো. সাকিব আসলাম, সদস্য শাহরিয়ার কবির রিমন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ইবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক ফারহানা নওশীন তিতলি বলেন, মহান স্বাধীনতার দিবসে যারা নিজেদের জীবন উৎসর্গ করে এই ভূখন্ড আমাদের উপহার দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের এই আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণিত করবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা আমরা প্রস্তুত।
এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শাখা ছাত্রদল, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
আ. দৈ. /কাশেম