ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লাল পতাকা হাতে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দিতে দেখা গেছে। এসময় স্মৃতিসৌধ এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এর আগে, ভিন্ন ব্যানারে ২৬শে মার্চ উপলক্ষে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েক জনকে মারধর করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উস্কানি মূলক স্লোগান দিয়ে স্বাধীনতা দিবসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করেন।
আটকৃতরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিন গাজীরচট সোহেল পারভেজ (৪১)।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির ঢাকা আজকের দৈনিক কে বলেন, আনুমানিক ১১ টার সময় জাতীয় স্মৃতি সৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলো। এসময় তাদের গ্রেফতার করে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আ.দৈ/আরএস