রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
জাতীয়
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 21 March, 2025, 8:41 PM  (ভিজিট : 53)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের সমর্থণে ইসরায়েলি বাহিনী নির্বিচারে ফিলিস্তিনের গাজায় নারী. শিশু ও সাধারণ লোকজনকে হত্যা এবং অব্যাহত হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিভিন্ন জেলায় বিক্ষোভ করেন মুসল্লিরা। 
আজ একইসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।  বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকদের পাঠানো খববে এই প্রতিবাদেও চিত্র ফুটে উঠেছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নারী, শিশু এবং সাধারণ জনগণকে নির্বিচারে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চালিয়ে হত্যার প্রতিবাদে গতকা জুমার নামাজের পর বায়তুল মোকাররমে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিক্ষোভ করেছে।  বিক্ষোভকারীরা ইসরায়েলি বাহিনীর বিচার দাবি জানিয়েছে। এ সময় তারা নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে চলে যায়।  জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তরপাশে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা।

বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এছাড়া মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। পূর্বঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে। এ ছাড়া ছাত্রশিবির ও জামায়াতের সদস্যরা মসজিদ এলাকায় উপস্থিত আছেন।

 রাজধানীর বাইরে, রাজশাহ মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুসল্লি ও শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেয় এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। রাজশাহী শহরের সাহেব বাজার জিরো পয়েন্ট কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাহেব বাজার, মাদরাসা মোড়, বড় বাজার, টিআইএম শপিংমলসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে শিক্ষার্থী ও মুসল্লিরা আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে তালাইমাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের পর সেখানে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফেরাত গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মোনাজাত করা হয়।

ভোলায় পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখা ও ইসলামী ছাত্র আন্দোলন ভোলা সদর উপজেলা শাখা। মিছিল শেষে ইসলামী ছাত্রশিবির ভোলা শহরের বাংলা স্কুল মোড় এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ করে। সভায় বক্তারা ফিলিস্তিনিদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা চান তারা।

টাঙ্গাইল জেলায় ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। এছাড়া শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুমার নামাজের পর অন্যান্য ইসলামী সংগঠনও ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

কিশোরগঞ্জে ঐতিহাসিক শহীদী মসজিদে সামনে থেকে ছাত্রশিবির বিক্ষোভ মিছিলটি শুরু করে। যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। নওগাঁয় জুমার নামাজ শেষে শহরের কাচারী মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

মোংলায় (বাগেরহাট) বিএলএস রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোংলা শাখা। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

দিনাজপরে স্টেশন চত্বর হতে ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালদহপট্টিতে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিরসরাইয়ে (চট্টগ্রাম) পৌর সদরের থানা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা শাখা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন হয়ে উপজেলা রোডের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। 

নাটোরে বাদ জুমা কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়েজনে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গাইবান্ধায় শহরের স্টেশন মসজিদের সামনে থেকে গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরে প্রধান প্রধান সড়ক ঘুরে গাইবান্ধা দাস বেকারীর মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সাতক্ষীরায় জেলা শহরের খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেছে সাতক্ষীরা শহর শাখা ছাত্রশিবির। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশে মিলিত হয়।

শরীয়তপুরে জুমার নামাজ শেষে জেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রশিবির। মিছিলটি চৌরঙ্গি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। চুয়াডাঙ্গায় ইন্তিফাদা ফাউন্ডেশনের আয়োজনে জুমার নামাজের পর শহরের শহীদ হাসান চত্বরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে পর মানববন্ধন করে সংগঠনটি। সিরাগঞ্জের শহরের কাজীপুর মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রশিবির। মিছিলটি বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নোয়াখালীতে জুমার নামাজের পর জেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রশিবির। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। গোপালগঞ্জজেলায় জুমার নামাজের পর গোপালগঞ্জ কোর্ট মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ওলামা পরিষদ। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

 মানিকগঞ্জ জেলায় বিকেলে জেলা সদর হাসপাতাল মসজিদ গেট থেকে সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয় দেশের আরো বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বলে জানা যায়।

আ. দৈ./কাশমে,
 


   বিষয়:  গাজায়   ইসরায়েলি   গণহত্যার   প্রতিবাদে   ঢাকা   সারাদেশে   বিক্ষোভ  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
জাতীয়- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝