দেশের একমাত্র খেলাপি ঋণমুক্ত ব্যাংক হিসেবে ৫ম বর্ষে পদার্পণ করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এ উপলক্ষ্যে মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমএসএমই উদ্যোক্তাবান্ধব এই ব্যাংক স্বল্প সময়ে দেশব্যাপী ৩২ টি শাখা চালু করেছে যার মধ্যে ৪টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে। এছাড়াও ক্রেডিট রেটিং সূচক A+ এবং আধুনিক অনলাইন ব্যাংকিং নিশ্চিত করাসহ বিভিন্ন অর্জনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে নতুন প্রজন্মের এই ব্যাংক।
সফলতার সাথে চার পেরিয়ে ৫ম বর্ষের এই সমৃদ্ধির পথচলায় ব্যাংকের পাশে থাকার জন্য সকল গ্রাহক, শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ, আগামীতেও গ্রাহকের আস্থা ও বিশ্বাস অটুট রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয়সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের শাখাগুলোতে গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
র/আ