সোমবার, ২৮ এপ্রিল ২০২৫,
১৫ বৈশাখ ১৪৩২
ই-পেপার

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
ব্যাংক-বীমা
ওয়ালটন নিয়ে এলো কোরাস ব্র্যান্ডের অত্যাধুনিক সাউন্ডবার
নিজস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 11 March, 2025, 4:22 PM  (ভিজিট : 52)

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন তিনটি অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ সাউন্ডবার। কোরাস (CHORUS) ব্র্যান্ডের সাউন্ডবারগুলোর মডেল ডব্লিউএসবি১৮০১ (WSB1801), ডব্লিউএসবি১৮০২ (WSB1802) এবং ডব্লিউএসবি২০০ (WSB200)।

উন্নতমানের সাউন্ড কোয়ালিটি, প্রিমিয়াম ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাউন্ডবারগুলো সংগীত ও বিনোদনপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। সিনেমা দেখা, গেমিং কিংবা পার্টির জন্য ওয়ালটনের এই সাউন্ডবারগুলো হতে পারে পারফেক্ট চয়েস।

ওয়ালটনের নতুন সাউন্ডবারগুলোর মধ্যে ডব্লিউএসবি১৮০১ (WSB1801) ও ডব্লিউএসবি১৮০২ (WSB1802) মডেল দুটি ১৮০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। সাবউফার ও সাউন্ডবারের সমন্বয়ে তৈরি এই দুটি মডেল গভীর বেজ ও স্পষ্ট সাউন্ড প্রদান করে। সাউন্ডবারের স্পিকারগুলোর আকার ৫৫×৮৫ মিলিমিটার, যা ব্যালান্সড ও ডিটেইলড সাউন্ড নিশ্চিত করে। ফ্রিকোয়েন্সি রেসপন্স ৪০ হার্জ থেকে ২০ কিলোহার্জ পর্যন্ত হওয়ায় উচ্চ ও নিম্নমাত্রার শব্দ নিখুঁতভাবে শোনা যায়। এতে রয়েছে ব্লুটুথ ৫.৩, এইউএক্স (৩.৫mm), অপটিক্যাল ইন এবং টিভি এআরসি কানেক্টিভিটি, যা বিভিন্ন ডিভাইসের সঙ্গে সহজেই সংযুক্ত করার সুবিধা দেয়। মিউজিক বা অডিও ফাইল প্লেব্যাকের জন্য এতে ইউএসবি পোর্ট ও ৩২জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট রয়েছে।

শক্তিশালী পারফরম্যান্স প্রত্যাশী ব্যবহারকারীদের জন্য ওয়ালটনের ডব্লিউএসবি২০০ মডেলের সাউন্ডবারটি পারফেক্ট চয়েজ। এটি ২০০ ওয়াট আরএমএস আউটপুট ক্ষমতাসম্পন্ন। এতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সাবউফার এবং মাল্টি-স্পিকার সেটআপ, যা গভীর বেজ ও স্পষ্ট অডিও প্রদান করে। ডব্লিউএসবি২০০ মডেলটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ৩০ হার্জ থেকে ১৮ কিলোহার্জ পর্যন্ত, যা আরও বিস্তৃত ও উন্নত সাউন্ড রেঞ্জ নিশ্চিত করে। এতে ৭৫ ডেসিবল পর্যন্ত এস/এন (≥75dB S/N) রেশিও এবং ৪০ ডেসিবল পর্যন্ত (≥40dB) সেপারেশন থাকায় শব্দের স্বচ্ছতা আরও উন্নত হয়েছে।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “ওয়ালটনের নতুন এই সাউন্ডবার সিরিজ আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা গ্রাহকদের অসাধারণ অডিও অভিজ্ঞতা দেবে। উন্নতমানের বেজ, নিখুঁত সাউন্ড ব্যালান্স ও মাল্টিপল কানেক্টিভিটি অপশনের কারণে এই সাউন্ডবারগুলো সব ধরনের বিনোদনের জন্য আদর্শ।”

তিনি জানান, সাউন্ডবারগুলোর রেগুলার মূল্য যথাক্রমে ১৪,৭৫০ টাকা, ১৩,৯৫০ টাকা এবং ১৫,৭৫০ টাকা। নতুন এই ৩ মডেলের সাউন্ডবারে বর্তমানে ১০% বিশেষ ছাড় চলছে।

নতুন সাউন্ডবারগুলোর ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম, যা ঘরের যেকোনো ইন্টেরিয়রের সঙ্গে মানিয়ে যাবে। ডব্লিউএসবি১৮০১ ও ডব্লিউএসবি১৮০২ মডেলগুলোর সাবউফারের ডাইমেনশন ১৯০ × ৩০৬ × ৩৬৮ মিমি এবং সাউন্ডবারের ডাইমেনশন ৯০০ × ১০৫ × ৭০ মিমি, যা কম্প্যাক্ট এবং স্টাইলিশ লুক প্রদান করে। অন্যদিকে, ডব্লিউএসবি২০০ মডেলের সাবউফারের আকার ১৯০ × ৩৭৩ × ৩২০ মিমি এবং সাউন্ডবারের আকার ৯০০ × ৭২ × ৯৩ মিমি, যা আরও শক্তিশালী অডিও আউটপুট নিশ্চিত করতে সহায়ক।

ওয়ালটনের নতুন এই সাউন্ডবার সিরিজ এখন ওয়ালটন প্লাজা ও ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/music/speaker) থেকে ক্রয় করা যাবে। প্রতিটি মডেলের সাথেই থাকছে ১ বছরের ওয়ারেন্টি, যা গ্রাহকদের জন্য দিচ্ছে বাড়তি নির্ভরযোগ্যতা।

র/আ

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, আধাঘণ্টায় নিয়ন্ত্রণে
ইউনিয়ন ব্যাংকেরও শীর্ষ খেলাপি দেশবন্ধু গ্রুপ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৬তম সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর , তবু মেলেনি বিচার, নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ
শিগগিরই ঢাকা শহরে অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে অভিযান: ডিএনসিসি প্রশাসক
ব্যাংক-বীমা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝