রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
সারাদেশ
৫৫কোটি ২৩ লাখ টাকা অবৈধ সম্পদ দুদকের মামলা
নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ব্যাংক হিসাবে ১৪,৩৭৬ কোটি টাকার লেনদেন
Publish: Thursday, 6 March, 2025, 6:48 PM  (ভিজিট : 58)


নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাক মিয়া, পিতা- মৃত সাবেদ আলীর বিরুদ্ধে অবৈধ উপায়ে ৫৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৯৫১ টাকা মূল্যের সম্পত্তি অর্জনের সুনদিষ্ট অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় একই সঙ্গে তার নামীয় ৪৯ টি ব্যাংক হিসাবে ১৪,৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগ আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) দুদকের উপপরিচালক মোঃ সোহানুর রহমান বাদী হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২ ও ৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করেন। 

অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাক মিয়ার বর্তমান ঠিকানা: হাউস নং ৫৯, রোড নং ০৮, ব্লক-বি, বসুন্ধরা আ/এ, ভাটারা ঢাকা-১২১২।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
  
তিনি বলেন, মামলায় উল্লেখ করা হয়েছে অভিযুক্ত মোঃ লাক মিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ  এই সম্পদ অর্জন করেছেন।

দুদক কর্মকর্তা আরো জানান, ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুই সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। পরে দুদক টিমের অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় যে, আসামি মোঃ লাক মিয়া ৪১ কোটি ৯৬ হাজার ১২ টাকা মূল্যের স্থাবর সম্পদ ও ১৬ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ১৪০ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৫৮ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ১৪০ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। উক্ত সম্পদের বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় মাত্র ৩ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ১৮৯ টাকা। অবশিষ্ট৫৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৯৫১ টাকার বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি।

 এছাড়াও  আসামি বিগত ১৯৯০-৯১ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ২ কোটি ৭৮ লাখ ৩ হাজার ৬০৬ টাকা। উক্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের মূল্য ১৯ কোটি ২৬ লাখ ২২ হাজার ৯৬৯ টাকা। ২০১৬-১৭ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত রিটার্নে মৎস খাতের আয় বাবদ ১২ কোটি ৬৩ লাখ ৪ হাজার ১৭৪ টাকা প্রদর্শন করেছেন এবং ২০১৫-১৬  থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত দাখিলকৃত রিটার্নে বাড়ী তাড়া খাতের আয় বাবদ ৩৮ লাখ ৮৯ হাজার টাকা প্রদর্শন করেছেন। 

আ. দৈ. /কাশেম

   বিষয়:  দুদকের মামলা   নারায়ণগঞ্জে   ইউপি চেয়ারম্যান   লাক মিয়া   ব্যাংক হিসাব   ১৪   ৩৭৬ কোটি টাকার লেনদেন  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আইন উপদেষ্টার বাসায় পড়ে থাকা ড্রোনে ধ্বংসাত্মক ডিভাইস পাওয়া যায়নি
মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলে সেবা বিঘ্নিত হলে দুঃখ প্রকাশ বাধ্যতামূলক
রোম থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত
দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর , তবু মেলেনি বিচার, নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝