রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
বিশেষ সংবাদ
পদ্মা সেতু প্রকল্পে ভূমির ক্ষতিপূরণে ১০ কোটি টাকা আত্মসাৎ, ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 5 March, 2025, 6:41 PM  (ভিজিট : 53)

 দেশের বহুল আলোচিত ঘটনা পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের জাল কাগজপত্র তৈরির মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের সুনিদিষ্ট অভিযোগে সিনিয়র সহকারী সচিব ও দুই মার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

গতকাল বুধবার (৫ মার্চ) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে উপ পরিচালক মোঃ আতিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি জানান, দুদকের মামলায় অভিযুক্ত ২৩ জন হলেন;

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বর্তমানে সহকারি পরিচালক  প্রমথ রঞ্জন ঘটক, সাবেক সার্ভেয়ার এল.এ. শাখা বর্তমানে- সন্দ্বীপ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার- মোঃ রাসেল আহম্মেদ, সাবেক সার্ভেয়ার বর্তমানে-সার্ভেয়ার ঢাকায় লালবাগ রাজস্ব সার্কেল- মোঃ নাসির উদ্দিন। আর  জালিয়াতিতে সহযোগিতা করেছেন ২০ জন ভুয় পাওনাদার। তারা হলেন, মাদারীপুরের গুপ্তেরকান্দি গ্রামেরা  ভুয়া পত্তনদার -আলো, আব্দুল মালেক মৃধা,  গ্রাম-খাস সন্যাসীর চর, জেলা-মাদারীপুর। সুরুজ মিয়া- গ্রাম-খলিফা কান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর। রাজিয়া বেগম-গ্রাম-বাঁশকাম্পি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর। আব্দুল কাদির কাজী-গ্রাম-বাচামারা, উপজেলা-শিবচর, জেলা-মাদারীপুর। শাহিন বেপারী- গ্রাম-বড় খাস বন্দরখোলা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর। কুলসুম বিবি- গ্রাম-বাঁশকান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর ।আতিকুর রহমান- গ্রাম-গুয়াতলা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর। মোঃ মিলন শেখ,- গ্রাম-গোয়াল গ্রাম, থানা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ। জিল্লুর রহমান-গ্রাম-গুপ্তেরকান্দি,থানা-শিবচর, জেলা-মাদারীপুর। মনির মিয়া-গ্রাম-বাঁশকান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর । জোসনা বেগম- গ্রাম-মহিউদ্দিন হাজী কান্দি,থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর। আখি বেগম-২০/৮ পশ্চিম ধোলাইপাড়, শ্যামপুর, ঢাকা। আলম আলী বেপারী- গ্রাম-বাচামারা,  উপজেলা-শিবচর, জেলা-মাদারীপুর। হাছিনা বেগম,-গ্রাম-বাঁশকান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর। 'আছমা বেগম,-গ্রাম-উত্তর তাজপুর, উপজেলা-শিবচর, জেলা-মাদারীপুর। আওলাদ হোসেন- গ্রাম-চৈতাই মোল্লাকান্দি, উপজেলা-শিবচর, জেলা-মাদারীপুর । ফরিদা বেগম- গ্রাম-বাঁশকান্দি,থানা-শিবচর, জেলা-মাদারীপুর। মতিউর রহমান কাজি-গ্রাম-বাচামারা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর এবং সুধাংশু কুমার মন্ডল, মেম্বার, ১নং ওয়ার্ড, দত্তপাড়া ইউ,পি, গ্রাম-দত্তপাড়া, থানা-শিবচর, জেলা-মাদারীপুর।

অভিযুক্ত এই ২৩ জনের বিরুদ্ধে মাদারীপুর জেলার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে জাল-জালিয়াতি, দুর্নীতি, প্রতারণা, অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক ২৩টি চেকের বিপরীতে সরকারের মোট নয় কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা আত্মসাতের সুনিদিষ্ট অভিযোগ রয়েছে। আর এই অপরাধে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং  ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।

 গত ১০ বছর আগে নিষ্পত্তি হওয়া আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের জন্য গত ৩১ ডিসেম্বর সিদ্ধান্ত নেয় দুদক। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণকাজে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকী পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার অপরাধমূলক ষড়যন্ত্র করায় বনানী থানায় মামলা রুজু করা হয়।
 পরবর্তী সময়ে তদন্ত শেষে ২০১৪ সালে আদালতে এফআরটি দাখিল করা হয়। ওই মামলা পুনঃপর্যালোচনা করে কমিশন মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আ. দৈ./ কাশেম

   বিষয়:   পদ্মা সেতু   প্রকল্পে    ভূমির ক্ষতিপূরণ   ১০ কোটি টাকা   আত্মসাৎ   ২৩ জনের    দুদকের মামলা  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
বিশেষ সংবাদ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝