রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
শিক্ষা
ইবি ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আনাস-মেহেদী
ইবি প্রতিনিধি
Publish: Saturday, 22 February, 2025, 10:49 PM  (ভিজিট : 130)

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহ জেলা থেকে আগতদের নিয়ে গঠিত সংগঠন ,ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুর  রহমান আনাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক বদরুল আমিন পিয়াস আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি রাফিউল ইসলাম রাফি,মেহেদী হাসান তানভির,পিয়াল হাসান ইয়াসিন,দ্বীন ইসলাম,আশিকুজ্জামান রিয়াদ,মোহাম্মদ সোহাগ,মোহাম্মদ মামুন,ইমতিহান ইরা ও ইসরাত জাহান মিশু। যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ তাহমিদ, রাশেদুল ইসলাম হৃদয় ও আরা অর্থি অপি। সাংগঠনিক সম্পাদক মিজনুর রহমান মিজান,মনিরুজ্জামান মনির,জান্নাতুল মাওয়া ও মামুন। 

এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে আছেন জুনায়েদ আহমেদ, সহ অর্থ সম্পাদক সাদেক আহমেদ,দপ্তর সম্পাদক আবু নাঈম,আইন সম্পাদক শরিফ,প্রচার সম্পাদক আজিমুল ইসলাম আজিম,উপ প্রচার সম্পাদক আনিসুর রহমান আনিস,শিক্ষা বিষয়ক সম্পাদক মাশরাফি হাসান মৃধা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রনি ইসলাম,ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান খান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদয় মিয়া,আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবু হানিফ পিয়াস ও ছাত্রী বিষয়ক সম্পাদিকা তোফাহুল জান্নাত। এছাড়াও সদস্যরা হলেন, হাবিবুল হক হিমেল,ইমরান হাসান আকন্দ,নাফিস ইকবাল স্বাধীন,মাকসুদা আক্তার জুঁই, সানজিদা জাহান, জান্নাতুল ফেরদৌস প্রতিভা,জেরিন তাসনোভা সামিয়া,সাইয়েদা মাকনুন ফেরদৌস আরা রিমি ও হাবিবা আক্তার সিনথিয়া।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘ আমরা পরিবার রেখে উচ্চশিক্ষার জন্য ১৭৫ একরের এসেছি, যেখানে আমাদের আরও একটি পরিবার রয়েছে সেটা হল ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ। ময়মনসিংহ জেলা কল্যাণ একটি পরিবার, যেখানে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলেছি। আমাদের মূল লক্ষ্য জেলা ভিত্তিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা, শিক্ষার্থী ও সমাজের মানুষের কল্যাণে কাজ করা এবং মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করা।ভবিষ্যতে আমরা আরও বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করতে চাই, যাতে আমাদের সংগঠন আরও কার্যকরী ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা ও পরামর্শ আমাদের পথচলাকে আরও সুগম করবে। জেলা কল্যাণের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। 

নবনির্বাচিত সভাপতি ওবাইদুর রহমান আনাস বলেন, ‘আজকে আমাদের  ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ (২০২৩-২৪) এবং প্রবীণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে নবীনদের বরণ এবং প্রবীনদের বিদায় উপলক্ষ ছাড়াও আমাদের প্রথম এবং প্রধান উপলক্ষ ছিল আমাদের জেলার ছোট বোন  শান্তাকে (২০২১-২২ শিক্ষাবর্ষ, উন্নয়ন অধ্যয়ন বিভাগ) নিয়ে। শান্তার লিভার সিরোসিস প্রবলেম, লিভার প্রতিস্থাপন করতে প্রায় ৮০ লক্ষ টাকা প্রয়োজন। তার এই বৃহৎ একটা অংশে আমরা যেন ক্ষুদ্র একটা অংশ দিতে পারি সে জন্যই আমাদের প্রোগ্রামের খাবারের যে বাজেট সেই টাকা আমরা শান্তাকে ডোনেট করব। ময়মনসিংহ জেলা থেকে আগত আমার সকল শিক্ষার্থী ভাই ও বোনদের  প্রতি  আমার আহ্বান,১৭৫ একরে সকলের মাঝে ভ্রান্তিত বোধ বজায় থাকে সে প্রত্যাশা কামনা করি’।

এর আগে ময়মনসিংহ হতে আগত নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, ‘মননে শিক্ষা, অন্তরে ময়মনসিংহ’ এই উপজীব্যকে ধারণ করে ১৯৯৫ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।

আ. দৈ./ কাশেম / সাকিব 
   বিষয়:  ইবি   ময়মনসিংহ   জেলা   ছাত্রকল্যাণ   সমিতি   আনাস-মেহেদী   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
শিক্ষা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝