আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) ১৫ বছরে পদার্পণ করেছে দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়। ভোর বেলা থেকে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ন্যাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয়েছে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
শোভাযাত্রায় অংশগ্রহণ করে ববি উপাচার্য অধ্যাপক ড.শুচিতা শরমিন ও উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি সহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিশ্ববিদ্যালয় দিবসে আয়োজিত বর্নাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন প্ল্যাকাড ফেস্টুন দেখায় গিয়েছে।এর মধ্যে মূল স্লোগান ছিলো"১৫বছরের অবকাঠামোগত অপুর্নতা পুর্নতায় পদার্পণ করুক"।এছাড়াও ২৫ টি বিভাগের শিক্ষার্থীরা নিজেদের আলাদা আলাদা করে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে।
বাংলার ভেনিস খ্যাত বরিশালের কীর্তনখোলা নদীর তীরে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারী যাত্রা শুরু করে লাল দালানের নান্দনিক বিশ্ববিদ্যালয়টি।নিয়মিত পাঠদান শুরু হয় ২০১২ সালের ২৪ জানুয়ারি থেকে। শুরুতে ২০১১-১২ শিক্ষাবর্ষে ৬টি বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম দিয়ে পথ চলতে শুরু করে।বর্তমানে ২৫ টি বিভাগে(সমাজকর্ম ব্যতীত) স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম প্রদান করে আসছে। ৬ টি অনুষদের অধীনে ২৫ টি বিভাগে আসন রয়েছে প্রায় ১৬০০ টি।ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে ২টি করে ৪ টি আবাসিক হল।বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। উল্লেখ্য যে বিকাল ৫ টা থেকে সাংস্কৃতিক পর্ব শুরু হবে।
আ. দৈ./ কাশেম/ জীবন