ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো.শাহজাহান মিয়া বলেছেন “জুলাই - আগস্টে ছাত্রজনতার গন অভ্যুত্থান পরবর্তী নতুন জনপ্রত্যাশা সৃষ্টি হয়েছে। সীমিত সম্পদ সর্বোচ্চ আন্তরিকতার সাথে ব্যবহারের মাধ্যমে এই জনপ্রত্যাশা পূরনে সবাইকে সচেষ্ট থাকতে হবে"।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসসিসির নগর ভবনে প্রশাসক মো.শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ৪র্থ কর্পোরেশন সভায় তিনি এসব কথা বলেন। উক্ত সভায় বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ডিএসসিসির পরিচালনা কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতিত ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত ব্যক্তিবর্গের নামে নামকরণকৃত ১০টি প্রতিষ্ঠান /স্থাপনার নাম পরিবর্তন করে পূর্বের নাম বহাল করা হয়।
সভার শুরুতে গত ০৯ ডিসেম্বর ডিএসসিসির অনুষ্ঠিত তৃতীয় কর্পোরেশনের সভার কার্য বিবরণী দৃঢ়করণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন নিয়ে পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পবিত্র রমজান মাসের পূর্বেই বিভিন্ন রাস্তায় সৃষ্ট পিটহোল সমূহ মেরামতের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতিত ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত ব্যক্তিবর্গের নামে নামকরণকৃত ১০টি প্রতিষ্ঠান /স্থাপনার নাম পরিবর্তন করে পূর্বের নাম বহাল করা হয়। একই সাথে কয়েকটি স্থাপনা /প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়।
সভায় “বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি” এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “ইনার রিং সড়ক”, “বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি” এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “ঝাউচর প্রধান সড়ক”, “বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম সরণির” নাম পরিবর্তন করে পূর্বের নাম “কামরাঙ্গীরচর লোহারপুল- বুড়িগঙ্গা সড়ক ”, “শহীদ শেখ রাসেল শিশু পার্ক”, কলাবাগান এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “কলাবাগান শিশু পার্ক ”, “শহীদ শেখ রাসেল শিশু পার্ক”, যাত্রাবাড়ীর নাম পরিবর্তন করে পূর্বের নাম “যাত্রাবাড়ী শিশু পার্ক”, “মেয়র শেখ তাপস সেতরু”, নাম পরিবর্তন করে পূর্বের নাম “কামরাঙ্গীরচর ব্রিজ”, “হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক ”, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “শহীদ জিয়া শিশু পার্ক ”, “মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র”, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “ গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র”, “মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক”, এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “ সরাফতগঞ্জ পার্ক”, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র” এর নাম পরিবর্তন করে পূর্বের নাম “কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র” করার সুপারিশ করা হয়।
আ. দৈ. /কাশেম