মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটক ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কাছে হস্তান্তর করেছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক মেইন পিলার ১৩২/৩–এস এর সামনে তেইনপুর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাঁরা হলেন— শরিফুল ইসলাম (৪৭), নিলিমা বেগম (৪১), আব্দুর রহিম (১৪), আদুরী খাতুন (৮), আশিক বিশ্বাস (১৬), রাতুল হোসেন (২১), কুলছুম খাতুন (১৮), উজ্জ্বল হোসেন (২), রেজাউল (৪০), জনি আহম্মেদ (১৮), রকিব হোসেন (২১), জিহাদ (২০), আবুবক্কর সিদ্দিক (২৪), হাসান আলী (২৬), জিন্নাত আলী (৩৪), জাফর চাপরাশি (৩৯), রাছেল হাওলাদার (২৭), আকতার হোসেন (৩২), রাজু (৩১), সিমা বেগম (৩১), শান্তা আক্তার (২৭), কাজী জসিম উদ্দিন (৪৭), লিলি খাতুন (৪৩) ও আছিয়া আক্তার (৮)।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাথুলী কোম্পানির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার মো. কামরুজ্জামান। বিএসএফের প্রতিনিধিত্ব করেন ভারতের নদীয়া জেলার তেহট্টার ৫৬ ব্যাটালিয়নের তেইরপুর কোম্পানি কমান্ডার এসি আনচ কুমার।
বিজিবি জানায়, এসব ব্যক্তি দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শ্রমিকের কাজ করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ তাঁদের বিজিবির কাছে তুলে দেয়।
কাথুলী বিজিবির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার কামরুজ্জামান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে সবাইকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।’ গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, আটক ২৪ জনকে থানায় রাখা হয়েছে। যাচাই–বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আ. দৈ./কাশেম