সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
ব্যাংক-বীমা
সাউথইস্ট ব্যাংক ও ভিসা ইন্টারন্যাশনালের উদ্যোগে হজ্জ কার্ড সম্মেলন অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
Publish: Monday, 17 February, 2025, 7:09 PM  (ভিজিট : 147)

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ভিসা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে ‘হজ্জ কার্ড সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টস এর বলরুমে হজ্জ এবং ওমরাহ এজেন্সিগুলোর মালিক ও প্রতিনিধিদের সাথে অংশীদারিত্ব আরও দৃঢ় করার লক্ষ্যে এবং হাজীদের জন্য সেবার মান উন্নয়নে সুযোগ অন্বেষণের উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ সাদেক হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ, কান্ট্রি ম্যানেজার, ভিসা বাংলাদেশ, নেপাল এবং ভূটান । অনুষ্ঠানে দেশের খ্যাতনামা হজ্জ এজেন্সিসমূহের নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন, যা অর্থবহ আলোচনা ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে।

সম্মেলনে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ সাদেক হোসেন আনুষ্ঠানিকভাবে আইবিএম ট্র্যাভেলস এর প্রোপ্রাইটর জাফর ইকবাল খান, বাংলাদেশ এয়ার ট্রাভেলস এর প্রোপ্রাইটর জাহিদ আলম, এবং জাবাল-ই-নূর ট্রাভেলস এর প্রোপ্রাইটর যুনায়েদ গুলজার এর হাতে ‘হজ্জ কার্ড’ হস্তান্তর করেন।

‘হজ্জ কার্ড’ মোয়াল্লেম ও হাজীদের জন্য এক অনন্য আর্থিক সমাধান প্রদান করে। এই কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা এটিএম বুথ থেকে কোনো অতিরিক্ত ফি বা চার্জ ছাড়াই সৌদি রিয়াল উত্তোলন করতে পারবেন, যা ব্যয় সাশ্রয় নিশ্চিত করে। মোয়াল্লেমরা হোটেল ভাড়া, যাতায়াত, খাওয়া-দাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ সহজেই এই কার্ডের মাধ্যমে পরিচালনা করতে পারবেন। আর্থিক সচ্ছলতা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করতে এই কার্ড মোয়াল্লেম ও হাজীদের জন্য একটি নির্ভরযোগ্য, নিরাপদ এবং ঝামেলামুক্ত সেবা প্রদান করে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরউদ্দিন মোঃ সাদেক হোসেন বলেন, “এই সম্মেলন হজ্জ ও ওমরাহ এজেন্সিগুলোর সাথে সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।” তিনি হাজীদের সেবার মান উন্নয়নে এসব এজেন্সির অসামান্য অবদানের কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও, তিনি বলেন, “সাউথইস্ট ব্যাংকের হজ্জ কার্ড হজ্জ ও ওমরাহ ব্যবস্থাপনার আধুনিক ব্যাংকিং সেবার একটি কার্যকর ও নির্ভরযোগ্য সমাধান হিসেবে কাজ করবে। এটি আল্লাহর সম্মানিত অতিথি – হাজীদের – জন্য আর্থিক লেনদেনকে আরও সহজ, নির্বিঘ্ন ও নিরাপদ করবে এবং তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।”

সাব্বির আহমেদ, কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ, নেপাল ও ভুটান, ভিসা বলেন, “আমরা সাউথইস্ট ব্যাংকের সাথে একত্রে হাজী ও এজেন্টদের জন্য হজ্জ কার্ড চালু করতে পেরে আনন্দিত। এটি হজ্জ ও ওমরাহ যাত্রায় অংশগ্রহণকারীদের জন্য সর্বোচ্চ সুবিধা ও সহজতর লেনদেন নিশ্চিত করবে, যা তারা যেকোনো জায়গায়, যেকোনো খরচের জন্য ব্যবহার করতে পারবেন। ভিসার নিরাপদ লেনদেনের মাধ্যমে এই উদ্যোগ হজ্জের পবিত্র যাত্রায় অংশগ্রহণকারীদের জন্য নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত অর্থপ্রদান ব্যবস্থার সুযোগ করে দেবে, যা তাদের সামগ্রিক হজ্জ অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।”

দেশের স্বনামধন্য হজ্জ ও ওমরাহ এজেন্সির মালিক ও প্রধান নির্বাহীগণ, সাউথইস্ট ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাসুম উদ্দিন খান, এবং সাউথইস্ট ব্যাংক ও ভিসা ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

র/আ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার
‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝