স্থানীয়রা জানান, রাজধানীর দক্ষিনখানের কাওলা শিয়ালডাঙ্গা রোডের বিকাশ ও ঔষধের দোকান চালাতেন নিহত পল্লী চিকিৎসক ডাঃ সুমন।
শনিবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে ২ ব্যক্তি ফার্মেসিতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ক্যাশে থাকা নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়।
পরে ডা. সুমনকে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ বিষয়ে স্থানীয় থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। সেসময় বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে দক্ষিণখান থানা পুলিশ।
এমআই