নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাথরা গ্রামের মৃত ওয়াজউদ্দিন এর স্ত্রী নিলুফা বেগম (৫২)। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নজরুল ইসলাম (৪৫) এর সাথে বিধবা নিলুফা বেগমের বসতভিটা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত (২৩ জানুয়ারি) সকালে নজরুল এবং তার ছেলে ছাত্রলীগ নেতা আরাফাত (২৫) ও নজরুলের মেয়ের জামাই সজীব (৩৮) লোহার রড, চাপাতি ও লাঠিসোটা নিয়ে বিধবা নিলুফার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
এ সময় নিলুফা বেগমকে বেধড়ক মারধর করে শ্লীলতাহানি ঘটায় এবং হামলার সময় জামাই সজীব মিয়া নিলুফা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলাকারীরা বসতঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত আরাফাত নিষিদ্ধ সংগঠনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেও নজরুল ও তার মেয়ের জামাই সজীব নিলুফা বেগমকে হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আ.দৈ. /কাশেম/ সালাহউদ্দিন