রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
শিক্ষা
ববি উপাচার্যের স্বেচ্ছাচারিতার অভিযোগ
ফ্যাসিস্ট সরকারের অভিযুক্ত দোসর রেজিস্ট্রার স্ব-পদে পুর্নবহাল
ববি প্রতিনিধি
Publish: Saturday, 15 February, 2025, 11:25 AM  (ভিজিট : 438)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন নিজের স্বার্থে নিয়ম-নীতির তোয়াক্কা না  করে মেয়াদ শেষেও স্বপদে বহাল রেখেছে অভিযুক্ত ফ্যাসিস্টের দোসর রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে। শিক্ষার্থীদের দাবি ছিলো রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে স্বৈরাচারের দোসরদের মুক্ত করা। কিন্তু উপাচার্য উল্টো দোসরদের বারংবার পুর্নবাসন করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনে এমনটা অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ৮৭ তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হবে। এতে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা সিন্ডিকেট স্থগিতসহ আরও ৬ দফা দাবি জানিয়ে গতকাল বিকেলে উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করেন।  নৈতিক স্খলন ও নারী কেলেঙ্কারির দায়ে ২০১৯ সালের ১০ এপ্রিল তাঁকে চাকরিচ্যুত করেছিলেন তৎকালীন উপাচার্য ইমামুল হক। 

জানা গেছে, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হয়েছে গত জানুয়ারি মাসের ৩১ তারিখে। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্ষমতার অপব্যবহার করে ফেব্রুয়ারির ১ তারিখে এক অফিস আদেশ জারি করে স্বৈরাচারের দোসর রেজিস্ট্রারকে স্বপদে পুনর্বহাল রেখেছেন। উপাচার্যের একান্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে রেজিস্ট্রারের মেয়াদ শেষেও পিআরএল বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। এতে করে মেয়াদ শেষেও বহাল তবিয়তে সরকারি সুযোগ সুবিধায় ভোগ করছেন ও অফিস করছেন আওয়ামী দোসর মনিরুল ইসলাম । 

উপাচার্য তার হাতের পুতুল করে রাখতেই রেজিস্ট্রারকে এমনভাবে স্বপদে বহাল রেখেছেন বলে অভিযোগ করেছেন একাধিক ডেপুটি রেজিস্ট্রার ও কয়েকজন শিক্ষক। উপচার্য রেজিস্ট্রারকে দিয়ে যা ইচ্ছা খুশি নিয়ম নিতির তোয়াক্কা না করে শিক্ষক কর্মকর্তাদের হুমকি ভয়ভীতি দিয়ে একের পর এক প্রজ্ঞাপন জারি করাচ্ছেন। ননির পুতুলের মতো রেজিস্ট্রার উপাচার্যকে খুশি রাখতে সেইসব চিঠি ও অফিস আদেশ জারি করছেন বলে শিক্ষক ও কর্মকর্তাদের বড় একটি অংশ অভিযোগ করছেন। মেয়েদ শেষেও এমন চিঠি ও অফিস আদেশে রেজিস্ট্রারের স্বাক্ষর নিয়ে পরবর্তীতে আইনি জটিতলা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ। 

কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মামুন অর রশিদ বলেন, "রেজিস্ট্রার ১ ফেব্রুয়ারি থেকে অবসরে গেছেন। কিন্তু এখনো তিনি রেজিস্ট্রারের সকল দায়িত্ব পালন করছেন। সরকারি সুযোগ-সুবিধা আগের মতোই ভোগ করছেন।

তিনি আরও বলেন, উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন তাঁর প্রশাসনিক ক্ষমতা বলে, মনিরুল ইসলামকে আবার রেজিস্ট্রারের দায়িত্ব পালনের আদেশ দিতেই পারেন।
কিন্তু সেই আদেশের অনুলিপি প্রশাসনে পাঠাতে হবে। কিন্তু রেজিস্ট্রারের নিয়োগ প্রসঙ্গে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোন অফিস আদেশ পাইনি। তাই কিভাবে এখনো তিনি রেজিস্ট্রার পদে বহাল রয়েছেন, তা আমি অবগত নই।"

অবসরে গ্রহনের কথা স্বীকার করে রেজিস্ট্রার মনিরুল ইসলাম  বলেন, "উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন আমার পিআরএল স্থগিত করে নির্বাহী আদেশ দিয়েছেন৷ সেই আদেশ অনুযায়িই নিয়েই রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছি। সিন্ডিকেটের সভায় অনুমোদন পেলেই সকলকে অফিস আদেশ দেওয়া হবে বলে জানান মনিরুল। সিন্ডিকেটের সভায় আপনার নিয়োগ যদি বাতিল হয়, সে ক্ষেত্রে আবার স্বাক্ষরিত সকল আদেশই বাতিল হয়ে যাবে। তখন এটি নিয়ে প্রশ্ন উঠবে। এ প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, যেহেতু নির্বাহী আদেশ দিয়েছেন উপাচার্য সেক্ষেত্রে জটিলতা সৃষ্টির সুযোগ নেই।"

উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানি বলেন, অবসরে যাওয়া মনিরুল ইসলামকে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন অফিস আদেশ জারি করিয়ে নিচ্ছেন উপাচার্য। উপাচার্য রেজিস্ট্রারকে নিজের মতো ব্যবহার করতেই তাঁর মেয়াদ শেষেও স্বপদে বহাল রেখেছেন বলে জানান উপ-উপাচার্য।  

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।"

আ. দৈ. / জীবন/কাশেম/ এমআই
   বিষয়:  ববি    উপাচার্য   স্বেচ্ছাচারিতায়   ফ্যাসিস্ট   দোসর    রেজিস্ট্রার    স্ব-পদে পুর্নবহাল   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
শিক্ষা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝