রবিবার, ২৭ এপ্রিল ২০২৫,
১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
জাতীয়
জরুরি সংস্কার শেষেই নির্বাচনে যেতে চায় সরকার: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 8 February, 2025, 8:30 PM  (ভিজিট : 103)
ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সংস্কার জরুরি তা শেষ করেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে যেতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায়, সেটা বলার অধিকার তাদের আছে। কিন্তু আমাদের বক্তব্য এরইমধ্যে পরিষ্কার করা হয়েছে। সরকারে থেকে অযথা সময়ক্ষেপণ করতে চাইছি না। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার জরুরি তা শেষ করেই নির্বাচনে যেতে চাই।

আইন উপদেষ্টা বলেন, ‘৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইনে আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছে। যা আগামী নির্বাচনের আগে করা যেতে পারে। আশু করণীয় কিছু বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্যের প্রয়োজন হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া হবে।’

উপদেষ্টা বলেন, ‘বিএনপি একটি ঘোষণাপত্র প্রস্তুত করেছে। আমাদের ছাত্র নেতারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। আশা করি সবাই প্রক্রিয়াটিকে বেগবান করার চেষ্টা করবেন।’

তিনি আরও বলেন, ‘যে প্রস্তাবগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরাই বিবেচনা করব। তবে এগুলো নিয়েও যদি রাজনৈতিক দলগুলো আলোচনা করতে চায়, সরকার আলোচনা করবে।’

মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘সরকারের সহনশীলতা ও মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের উপর শ্রদ্ধাবোধের কারণে আওয়ামী লীগ এখনো কর্মসূচি দিতে পারছে।’

আশু করণীয়ের মধ্যে যা যা আছে:স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবেসরকারি কর্মচারীদের জন্য নতুন আচরণবিধি প্রণয়নগণশুনানি এবং নাগরিকদের অভিযোগ শুনতে হবেনাগরিক কমিটি গঠন করতে বলা হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে স্থায়ী নাগরিক কমিটি গঠনমন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করাঅভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর রাজস্ব বোর্ড একসঙ্গে এক প্রতিষ্ঠানে করতে হবেনতুন দুটো বিভাগ- কুমিল্লা ও ফরিদপুরজেলা প্রশাসককে জেলা কমিশনার হিসেবে অভিহিত করাউপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপনসাব রেজিস্ট্রি অফিস সম্পূর্ণ ডিজিটাল করাপাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠনজুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য আচরণবিধি নির্ধারণফৌজদারি মামলা তদন্তে আলাদা ফৌজদারি সার্ভিসবাণিজ্যিক আদালত গঠনআদালতে সহায়ক কর্মচারী নিয়োগ হবে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমেপ্রতিটি আদালতে যেন ইনফরমেশন ডেস্ক থাকেঅনলাইনে যেন পুলিশের সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা থাকেআদালত প্রাঙ্গনে রাজনৈতিক কর্মসূচি পরিহারের নিয়ম প্রণয়নবিদ্যমান মামলা জট হ্রাস কল্পে অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগআইনজীবীদের ফি নির্ধারণ, লিখিত চুক্তি ও রশিদ প্রদান বাধ্যতামূলক করাযারা তদন্ত করবে তাদের আলাদা ইউনিট থাকবেপুলিশদের মানবাধিকার ট্রেনিং, আচরণবিধি প্রণয়নপুলিশের বিরুদ্ধে অভিযোগ এলে হিউম্যান রাইটস কমিশন তদন্ত করবেগণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনগণমাধ্যম নীতিমালা সংশোধনঅনলাইন ভোটিং এর পরীক্ষা নীরিক্ষা শুরু করাদুর্নীতিবিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে ন্যায়পাল নিয়োগকালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না সংক্রান্ত আইন প্রণয়নরাজনৈতিক ও নির্বাচনী আইনে স্বচ্ছতায় শুদ্ধাচার চর্চাবেসরকারি পর্যায়ের ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনাদুদককে আরও শক্তিশালী করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ

সংবিধান সংস্কার কমিশন আশু করণীয় দেয়নি। তাদের প্রতিটা প্রস্তাব রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে করতে হবে বলে জানান আসিফ নজরুল।

আ.দৈ/এএস


   বিষয়:  জরুরি সংস্কার   নির্বাচন   আসিফ নজরুল   অন্তর্বর্তীকালীন সরকার     
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নারী নির্যাতন বন্ধে আইনের সংশোধন প্রয়োজন: মামুনুল হক
৬২ জন পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম ও পিপিএম পদক
ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
জাতীয়- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝