ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, বিশ্বে একমাত্র ইরানই যুক্তরাষ্ট্রকে তার প্রকৃত রূপে চিহ্নিত করে। অন্যরা মুখ বন্ধ রাখলেও ইরান সাহসের সঙ্গে বলে যে, যুক্তরাষ্ট্র একটি আগ্রাসনকারী, মিথ্যাবাদী, প্রতারক ও উপনিবেশবাদী রাষ্ট্র।
৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোরআনের শিক্ষক ও আবৃত্তিকারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
খামেনি বলেন, “আমেরিকা কখনো মানবিক নীতি অনুসরণ করে না। তারা শুধু নিজেদের স্বার্থ দেখে এবং অন্যদের শোষণ করতে চায়।”
তিনি আরও বলেন, গত ৪৬ বছরে বিশ্বের সব দাম্ভিক শক্তির বিরুদ্ধে ইরান যে ধৈর্য ও অধ্যবসায় দেখিয়েছে, তা দেশকে উল্লেখযোগ্য অগ্রগতি এনে দিয়েছে।
ভাষণের আরেক অংশে তিনি গাজার জনগণের প্রতিরোধ ও বিজয়কে ‘অসম্ভবকে সম্ভব করার’ এক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। খামেনি বলেন, “যুদ্ধ শুরুর আগে কেউ কল্পনাও করতে পারেনি যে গাজার ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং বিজয় অর্জন করবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় সেটাই সম্ভব হয়েছে।”