বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘নীরব’ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী। গত গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বিভিন্ন সমস্যা লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে বিভাগটির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল ‘দিনে রাতে হোঁচট খাই, ইটের রাস্তা ঢালাই চাই’, ‘মেডিকেলের মান উন্নয়ন চাই, প্যারাসিটামলে সমাধান নয়’, ‘লেজুড়বৃত্তির রাজনীতি ছাড়ো, শিক্ষার পথ আলোকিত করো’ এবং ‘বৈষম্যের বিরুদ্ধে, কলম হোক পরিবর্তনের হাতিয়ার’।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিপম বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৪ বছর পার হলেও নানা সমস্যা এখনো শিক্ষার্থীদের ভোগাচ্ছে। শিক্ষার মান, পরিবেশ, যোগাযোগ, আবাসন, চিকিৎসা, শ্রেণিকক্ষসহ নানা সমস্যা প্রকট। আমরা শান্তিপূর্ণ নীরব কর্মসূচির মধ্য দিয়ে সেসব সমস্যাগুলো তুলে ধরেছি। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার আমাদের সমস্যাগুলো সমাধানে কাজ করবে।’
খাবারের মান অস্বাস্থ্যকর। নিউমোনিয়ার মতো জ্বরজনিত রোগের জন্য মেডিকেল সেন্টার থেকে দেয়া হয় প্যারাসিটামল। তুলনামূলক বিশ্ববিদ্যালয়টিতে আত্মহত্যার প্রবণতা বেশি হওয়ার পরও এখনো নিয়োগ দেয়া হয়নি মনোরোগ বিশেষজ্ঞ।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করে এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম রহমান। তিনি বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর পেরিয়ে গেলেও অবকাঠামোসহ নানা সংকটে এখনো পূর্ণাঙ্গতা পায়নি। আমার মনে হয়েছে, এসব সমস্যা প্রশাসন চাইলে সমাধান করতে পারে।’
এ বিষয়ে ববি উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানি বলেন, ধীরে ধীরে এ সমস্যা সমাধান করতে পদক্ষেপ নেওয়া হবে।
আ. দৈ./ কাশেম/জীবন