চলতি বোরো মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ ব্যবস্থাপনা সঠিক রাখা ও কৃষকদের সমস্যা দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের প্রান্তিক কৃষক ও রাসায়নিক সার ডিলার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হাশেম আবু, সহ-সভাপতি সরদার আফসার আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রোকনী প্রমুখ।
বক্তারা বলেন, চলতি বোরো মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ করতে যাতে কোনো রকম অসুবিধা দূর করে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি,সার সরবরাহ করার প্রতি গুরুত্বারোপ করেন।
জেলার ৯ উপজেলায় নিযুক্ত বিসিআইসি সার ডিলারগণ সভায় উপস্থিত থেকে নিজ নিজ এলাকার সার সরবরাহ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। একই সাথে সঠিক সময়ে ইউরিয়া সারের সরবরাহ নিশ্চিত করণ ও ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন।
এমআই