আসন্ন বিশ্ব ইজতেমা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র্যাব ফোর্সেসসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে।
বৃহস্পতিবার এক ক্ষুদে বার্তায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নির্বিঘ্নে ইজতেমা আয়োজন নিশ্চিত করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে র্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থাসমূহের সাথে সমন্বয় করে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে।
ইজতেমা এলাকাসহ আশপাশের এলাকায় র্যাব নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বাড়ানোর কথা উল্লেখ করে এতে বলা হয় নিরাপত্তা নিশ্চিতে র্যাব সদর দপ্তর, র্যাব-১ সহ ঢাকার ৫টি ব্যাটালিয়ন আগামী ৩০ জানুয়ারি থেকে ইজতেমা শেষ না হওয়া পর্যন্ত নিয়োজিত থাকবে র্যাব সদস্যরা।
এসময় ইজতেমা এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং-এ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া র্যাব সদর দপ্তর হতে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে। পাশাপাশি সুইপিং টীম তল্লাশী চালাচ্ছে। যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র্যাবের স্পেশাল টীম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ইজতেমা ঘিরে থাকা উচু ভবনে বাইনোকুলার নিয়ে নজরদারির পাশাপাশি র্যাবের অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে।
ক্ষুদে বার্তাটিতে আরো বলা হয়েছে, র্যাব ইজতেমা মাঠে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করার পাশাপাশি নৌ পথে যেকোন বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে নৌ টহল অব্যহত রেখেছে।
ইজতেমা এলাকার আশপাশে উচ্ছৃঙ্খলতা, মাদকসেবন, ছিনতাই, পকেটমার, মলমপার্টির দৌরাত্ম্য বন্ধ ও বিদেশি মুসল্লীদের নিরাপত্তার জন্য বিদেশি খিত্তা এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক নজরদারি রাখার পাশাপাশি মুসল্লীদের গাড়ী পার্কিং এলাকাসহ ইজতেমা এলাকায় অবৈধ টোল বা চাঁদা আদায় করতে না পারে সে বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইজতেমামুখী যানবাহন ও যাত্রীদের তল্লাশীতে চেরাগআলী বাসস্ট্যান্ড, টঙ্গী কালীগঞ্জ রোড, উত্তরা নর্থ টাওয়ার এর সামনে এবং আশুলিয়া কামারপাড়া এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালনো হচ্ছে।
ইজতেমা এলাকায় র্যাবের চিকিৎসা কেন্দ্র সার্বক্ষণিকভাবে সকলের জন্য উন্মুক্ত থাকবে উল্লেখ করে পর্যাপ্ত মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স সব সময় আগত মুসল্লীদের চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত থাকবে।
বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাতের দিনে আগত ও ঘরমুখী মুসুল্লীরা যাতে হয়রানির শিকার না হয় সে জন্য র্যাবের নিরাপত্তা অব্যহত থাকবে।
এতে আরো বলা হয়, ইজতেমাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও ধর্ম বিরোধী অপপ্রচার/গুজব রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রাখছে। আসন্ন ইজতেমাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোন ব্যক্তি/স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা/অপপ্রচার কঠোরহস্তে দমন করতে প্রস্তুত রয়েছে র্যাব।
এসময় যে কোন ধরণের বিশৃঙ্খলা দেখা দিলে র্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র্যাব ব্যাটালিয়নকে অবহিত করা বা র্যাব’কে (র্যাব কন্ট্রোল রুমের হটলাইন নাম্বারে মোবাইলঃ ০১৭৭৭৭২০০২৯) জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়।
এই বছর তিন ধাপে ৩ দিন করে ইজতেমা মোট ৯ দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি ২ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপে ১৪-১৬ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকার সন্নিকটে তুরাগ নদীর তীরে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আয়োজিত বিশ্ব ইজতেমায় বিদেশি মুসলমানসহ সারাদেশ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে থাকেন। প্রতি বছর ইজতেমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য দেশি-বিদেশি মুসল্লীর আগমন ঘটে।
এমআই