জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে আজ বুধবার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচি চলাকালে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানান বক্তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'কমিউনিটি অ্যাফেয়ার্স সেলের' সদস্য ইয়াহিয়া জিসান বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদের একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার কথা, ঠিক তখন আমাদের আবার কোটার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এর থেকে পরিতাপের বিষয় আর কি হতে পারে?”
তিনি বলেন, “পোষ্য কোটায় যারা ভর্তি হয়, তাদের বড় একটি অংশকে আমরা অন্যায়-অপকর্মের সঙ্গে যুক্ত হতে দেখেছি। বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী পোষ্য কোটাধারীদের হলে থাকার সুযোগ নেই। অথচ তাদের একটি বড় অংশ হলে অবস্থান করে। এজন্য আমরা গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এ পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল চাই।”
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, “বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের দাবি আদায়ের লড়াইয়ে আমাদের সামনে যেভাবে ঢাল হয়ে দাড়িয়েছিল, ঠিক সেই ভাবে শিক্ষার্থীদের প্রাণের দাবি 'অযৌক্তিক' পোষ্য কোটা বাতিল করে শিক্ষার্থীদের কাতারে নেমে আসবে বলে আমরা আশা করি।”
অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ছাত্র অধিকার পরিষদ জাবি শাখা ও জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি মেনে না নিলে আগামীকালও অবস্থান কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা।
আ. দৈ/সাম্য