কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর সংলগ্ন ঐতিহ্যবাহী নয়াবাদি খাল জবরদখলের অভিযোগ উঠেছে একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। শত বছরের ঐতিহ্যবাহী নয়াবাদী খাল দিয়ে ইসলাম নগর- খুজাখালী হয়ে মাতামুহুরি নদীতে পানি সংযুক্ত হয়।
এই খাল দিয়ে বাদশাখাটা টেক, নলবিলা রিজার্ভ, ইসলামনগরসহ বিভিন্ন এলাকার পানি চলাচল করে। খালটি ভরাট হওয়ায় পানি চলাচল না থাকায় বারো মাস পানি জমে থাকে। ফলে মাত্র এক মৌসুমে চাষ হলেও আরো দুই মৌসুমে চাষ করতে পারে না কৃষকেরা। খালটি সংস্কার ও বাঁধ নির্মাণ করা হলে উভয় মৌসুমে অন্তত দেড়শ একর জমি চাষ উপযোগী হবে বলে জানান স্থানীয়রা।
খালটি স্থানীয় একটি চক্র দখল করে স্বাভাবিক পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। নয়াবাদি খাল দখলমুক্ত ও দ্রুত সংস্কার চেয়ে স্থানীয় অর্ধশতাধিক কৃষককে বাঁচানোর দাবি জানিয়ে মানববন্ধন করে ভুক্তভোগীরা। সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১০টায় নয়াবাদি খাল তীরে আয়োজিত মানববন্ধনে চাষিরা উপরোক্ত কথা বলেন। মানববন্ধন শেষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষকরা।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমানের কাছে জানতে চাইলে বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি , প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর কাছে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত একটা সমাধান হবে।
আ. দৈ/বিজন কুমার/সাম্য