আবারও মঞ্চ মাতাতে প্রস্তুত কণ্ঠশিল্পী জেমস। এই রকস্টার এবার পারফর্ম করবেন চট্টগ্রামে আয়োজিত ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্টে। আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন চট্টগ্রামের এ আয়োজনে নগর বাউলের পাশাপাশি পারফর্ম করবে এ সময়ের আলোচিত আরও ৭টি ব্যান্ড। তালিকায় রয়েছে- আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ।
আয়োজকরা জানান, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’র আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট’ কনসার্ট। সব শ্রেণির দর্শকের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে।
এদিন বিকেলে দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা। ৭টি ব্যান্ডের পরিবেশনা শেষে শো-স্টপার হিসেবে ব্যান্ড নগর বাউল সদস্যদের সঙ্গে মঞ্চে উঠবেন দেশসেরা রকস্টার জেমস।
আ. দৈ/ সাম্য