অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স পর্বে ভারতের বিপক্ষে ৮ উইকেটের বড় পরাজয় বরণ করেছে বাংলাদেশ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৬৪ রানে গুটিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। জবাবে মাত্র অষ্টম ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।
বৃষ্টির কারণে ঘন্টাখানেক দেরিতে শুরু হওয়া ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন মোসাম্মদ ইভা। ৯ রানে দ্বিতীয় উইকেট হিসেবে ফেরেন সাদিয়া ইসলাম। এরপর কোনো রান যোগ না করেই ফিরে যান ওপেনার ফাহমিদা ছোঁয়া।
প্রথম ৫ ব্যাটারের কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। অধিনায়ক সুমাইয়া আক্তার একপ্রান্ত ধরে রেখে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন এবং অপরাজিত থাকেন। জান্নাতুল মাওয়া ব্যক্তিগত ১৪ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন। শেষ বলে নিশিতা আক্তার আউট হলে বাংলাদেশ ৬৪ রানে থেমে যায়। ভারতের বৈষ্ণবী শর্মা ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান।
৬৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ আত্মবিশ্বাসী ছিল ভারতের মেয়েরা। চতুর্থ ওভারে কমলিনী মাত্র ৩ রান করে আউট হলেও তৃষা গঙ্গাদি দুর্দান্ত ব্যাটিং করেন। ব্যক্তিগত ৪০ রানের ইনিংস খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তিনি। অষ্টম ওভারের প্রথম বলেই জয় নিশ্চিত করে ভারত।
আ. দৈ./ সাধ