- ছবি : সংগৃহীত
তীব্র আন্দোলনের মুখে এখনো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের পাঁচটি জেলায় এখনো মোবাইল ডেটা বন্ধ রয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরায় চালু হয়েছে।
ওই পাঁচটি জেলা হলো, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবল, বিষ্ণুপুর এবং কাকচিং।
রাজ্যের রাজধানী ইম্ফলে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়ার তিন দিন পর বৃহস্পতিবার (১২ সেপ্টেস্বর) তা চালু করা হলো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই এক প্রতিবেদনে জানিয়েছে, ইম্ফলে বিক্ষোভের কারণে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়। আজ তিন দিন পার হলে মণিপুর সরকার পাঁচটি উপত্যকা জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফের চালু করেছে। তবে মোবাইল ডেটা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। মূলত পাঁচ দিনের জন্য নির্ধারিত এই নিষেধাজ্ঞাটি এখন আংশিকভাবে শিথিল করা হয়েছে। তবে মোবাইল ডেটা পরিষেবাগুলো এখনো স্থগিত রয়েছে। সূত্র আন্তর্জাতিক গণমাধ্যম।
আ. দৈনিক/ কাশেম