সারা দেশে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমেছে, বিশেষ করে সিরাজগঞ্জ ও পঞ্চগড়ে আজ শুক্রবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, রাজধানী ঢাকায় কুয়াশা কাটার পর সকাল ১০টার দিকে সূর্যের আলো দেখা গেলেও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সূর্যের দেখা মেলেনি।
শীত বাড়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে।
শৈত্যপ্রবাহের মাত্রা
আবহাওয়াবিদরা জানান, মৃদু শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা থাকে ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। আর মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা থাকে ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের মৃদু শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ ও পঞ্চগড় জেলায় সীমাবদ্ধ।
তাপমাত্রার পরিবর্তন ও ভবিষ্যৎ পূর্বাভাস
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, জানুয়ারির শেষের দিকে শীত বিদায় নেওয়ার প্রবণতা দেখা যাবে। তবে আগামী দু-একদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে। আর ফেব্রুয়ারিতে দিনের সময় দীর্ঘ হওয়ায় তাপমাত্রা বাড়বে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, "ফেব্রুয়ারিতে নতুন কোনো শৈত্যপ্রবাহ আসবে কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শীতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।"
আ. দৈ./ সাধ