শুক্রবার, ৪ জুলাই ২০২৫,
২০ আষাঢ় ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ৪ জুলাই ২০২৫
সারাদেশ
সিলেটে সংঘর্ষ, আহত ২০
নিজস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 21 January, 2025, 6:02 PM  (ভিজিট : 139)
ছবিঃ অনলাইন

ছবিঃ অনলাইন

মাছ বিক্রিকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জে  দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন চিকিৎসা নিয়েছেন। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বউ বাজারে টুকেরগাও ও নয়াগাঙের পাড় গ্রামের মানুষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল নিক্ষেপ করে দুই পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বউবাজারে মাছ বিক্রি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে অপরপক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় দুজন আহত হন। পরে বিষয়টি সালিশের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন স্থানীয়রা। এর জেরে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে দেশীয় অস্ত্র হাতে জড়ো হতে থাকেন টুকেরগাও ও টুকেরবাজারের লোকজন।

অন্যদিকে অবস্থান করেন নয়াগাঙের পাড় গ্রামের মানুষ। দুই পক্ষই দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে নিয়ে অবস্থান করেন। পরে দুই পক্ষের লোকজন ইট-পাথর নিক্ষেপ শুরু করে। এসময় সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। এতে সিলেট-ভোলাগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। পরে দুপুর ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। সেই সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আটজন হাসপাতালে আসেন। তাদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

আ. দৈ/ সাম্য
   বিষয়:  সিলেট   কোম্পানীগঞ্জ   সংঘর্ষ     
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ
আগামীতে স্মরণকালের ভালো নির্বাচন উপহার দেওয়া হবে: জ্বালানি উপদেষ্টা
আ'মী আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে লাভ হবে না : জামায়াত আমির
আ'মী আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে লাভ হবে না : জামায়াত আমির
শহীদর স্বপ্ন বাস্তবায়নই আমাদের দায়ীত্ব: এটিএম আজহার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে পুনরায় নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশাল বিশ্ব. ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
ইবিতে স্মার্ট আইডি কার্ড প্রদান
পিএসটিসি-র ৪৭ বছর পূর্তি উদযাপন
কুমিল্লায় বাড়ি ঘেরাও করে ৩ জনকে পিটিয়ে হত্যা
সারাদেশ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝