বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগামীতে বাংলাদেশে ‘স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন। বিভিন্ন প্রার্থীর পুলিং এজেন্ট থাকতে পারবেন। ভোটের পরে সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে।
আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরের দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমরাতো কোনো দলের সমর্থক না, যেই আসুক আমরা তাকে স্বাগত জানাব। কিন্তু এইটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতে খুব খারাপ হবে।’
ফাওজুল কবির খান বলেন, ‘গ্যাসের সন্ধান মিলেছে তবে আশানুরূপ নয়, ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। এই কূপ থেকে তিন কিলোমিটার দূরে পরীক্ষা করে গ্যাসের সম্ভাব্যতা আরও নিশ্চিত হয়ে নতুন আরও কূপ খনন করা হবে। এখানে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে ৫ থেকে ৬ বছর উত্তোলন করা যাবে। এখানে যে গ্যাস রয়েছে তা মোবাইল প্রসেসিং প্ল্যান্ট এনে গ্যাস রেফারিং করে স্থানীয় শিল্পকারখানায় ব্যবহারের ব্যবস্থা করা হয়।
কূপ খনন প্রকল্প কার্যক্রম পরির্দশনের সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাপেক্সর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম, জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হকসহ আরও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১৪-১৫ অর্থ বছরে সিসমিক উপাত্ত ও ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে হয়। বাপেক্স সেই উপাত্ত বিশ্লেষণ করে কূপ খননে ১৬৮ কোটি টাকা ব্যয় ধরে চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করা হয়।
আ. দৈ./কাশেম