ঠাকুরগাঁও জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় অংশ নেওয়া গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মসূচি শেষে পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।
এনসিপি'র নেতারা গণমাধ্যমকে জানান, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে নামাজ শেষে পীরগঞ্জের উদ্দেশে রওনা হয় এনসিপির গাড়িবহর। কিছুক্ষণ পরই টাঙ্গন ব্রিজ অতিক্রম করার সময় একটি আন্তঃজেলা বাস চাপা দেয় এনসিপির গাড়িবহরে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির নেতাকর্মীরা গাড়ি থামিয়ে ঘটনার কৈফিয়ত চাইতে গেলেই তাদের ওপরে হামলা করে ৫ থেকে ৬ অচেনা মানুষ। এতে গাড়িচালকসহ এক এনসিপি কর্মী আহত হন।
এনসিপি দাবি করছে, এই হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। প্রথমে বাস চাপা দিয়ে দলের উচ্চপদস্থ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য। তবে তারা সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি। পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা করে।
ঠাকুরগাঁও এনসিপির মুখ্যপাত্র অপু কালবেলাকে বলেন, হামলাকারীরা মূলত নাহিদ বা সারজিসদের টার্গেট করেছিল বলে ধারণা করা যায়। প্রথমে যেহেতু বাস চাপা দেওয়া হয়েছে, ধারণা করা যায়- উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। এর সঠিক তদন্ত দাবি করছি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার হোসেন বলেন, বিষয়টি জানামাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি। এনসিপি অভিযোগ করছে এটি হামলার ঘটনা। প্রাথমিকভাবে একজন হামলাকারীর ভিডিও তারা দেখিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আ. দৈ./কাশেম