বাংলাদেশ ও চীনের শীর্ষ কূটনীতিকদের মধ্যে আজ মঙ্গলবার বেইজিংয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে এই বৈঠকে অংশ নিতে চীনে গেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হবে বলে জানা গেছে। চীনের ইয়ালুজাংবু নদীতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য যমুনা নদীর তথ্য বিনিময়ে বাংলাদেশ-চীন এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে।
পররাষ্ট্র উপদেষ্টা তিন দিনের সফরে চীনে অবস্থান করবেন। সফরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার চেয়ারম্যান লাও ঝাওহুইয়ের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি সাংহাইয়ে গিয়ে বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করবেন এবং সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি আলোচনায় অংশ নেবেন।
দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের মূল আগ্রহ ঋণ সহায়তায় ছাড়, স্বাস্থ্য ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা, এবং চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধার ব্যাপ্তি বাড়ানো। অন্যদিকে, চীন বাংলাদেশকে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে সম্পৃক্ত করা, ঢাকায় সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন এবং চায়না সাউদার্ন এয়ারলাইন্স থেকে উড়োজাহাজ বিক্রির বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে।
আ. দৈ./ সাধ