মাদারীপুরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) বিকেলে শহরের নতুন শহর এলাকার মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ মাদারীপুর জেলার আয়োজনে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপাতি আরিফুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ মোঃ মহিউদ্দিন হাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি টুটুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক আমিনুল খান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাদল মুন্সী, কাজী ওসমান কামাল সহ অন্যরা।
বক্তারা বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হবো ও গণতন্ত্র ফিরে পাবো।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়া লন্ডনে চিকিৎসারত বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনার পাশাপাশি তারেক রহমানের জন্যও দোয়া করা হয়।
আ. দৈ. /কাশেম/চায়না শেখ