গত ১৮ আগষ্ট থেকে দূর্নীতিবাজ অধ্যক্ষ ও জৈষ্ঠ্য প্রভাষককে অপসারণের দাবীতে আন্দোলন করছে বৈষম্যবিরোধ ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন ও অভিযোগের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে তদন্ত কমিটি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে জনগণের সাথে মতবিনিময় করেন। কিন্তু এতে সমস্যা নিরসন না হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্ররা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করতে গেলে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)দুপুর কলেজ ক্যাম্পাসে দূর্নীতিবাজ অধ্যক্ষ, জৈষ্ঠ্য প্রভাষক আজমিনা খাতুনের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা।
সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিহাব উদ্দিন বলেন, বিভিন্ন দূর্নীতি, অনিয়মের ২৮টি অভিযোগের আলোকে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও উল্লাপাড়ায় ঘোনা কুচিয়ামারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুল খালেক ও তার স্ত্রী জৈষ্ঠ্য প্রভাষক আজমিনা খাতুনের অপসারণে দাবীতে গত ১৮ আগষ্ট ২০২৪ইং তারিখে কলেজের বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে আসছে।
আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২২ আগষ্ট উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির তদন্ত, ২৭ আগষ্টে সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে তদন্ত কমিটির তদন্ত ও সর্বপরি গত ৫ সেপ্টেম্বর উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময়ে অধ্যক্ষের দূর্নীতি প্রমানিত হওয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবস্থা গ্রহণের আশ্বাসে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা আন্দোলন প্রত্যাখ্যান ও কলেজের ক্লাসে ফিরে যায়।
কিন্তু ৫ সেপ্টেম্বরের পর গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর্নীতিবাজ অধ্যক্ষ ও প্রভাষককে অপসারণের কোন লিখিত উদ্যোগ গ্রহণ না করায় গত ১১ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিহাব উদ্দিন, রাসেল রাফি, আসলাম, মীম, পলি, স্বর্ণ, শারমিন ও রিমা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করতে যান।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কার্যালয়ের সম্মুখে যাওয়ার সাথে সাথে বাঙ্গালা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপি ও উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিপলু, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও ঘোনা কুচিয়ামারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, তার সহধর্মিনী প্রভাষক আজমিনা খাতুন সহ ১৫/২০ জন যুবক বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রীদের বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা না করতে পারে সেইজন্য ছাত্রীদের মুখের বোরকা খুলে মুখের ছবি তুলে রেখে দেন। তাদের প্রাণনাশের হুমকি ধামকি প্রদান করেন। বিএনপি নেতার হুমকি ধামকিকে আমরা ১০ জন সমন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় না করে কলেজে চলে আসে।
এবিষয়ে বাঙ্গালা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার বলেন, সমন্বয়করা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। আমি এবিষয়ে কিছুই জানি না।
এবিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য শিপলু বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য উল্লাপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আজাদ এর দিক নির্দেশনায় ঘোনা কুচিয়ামারা ডিগ্রী কলেজের সমন্বয়ক শিহাবকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করতে নিষেধ করেছি। মোবাইল ফোনে নেতা আজাদ ভাইয়ের সাথে সমন্বয়কদের কথা বলে দিয়েছি। এর বেশি আমি কিছুই করেনি।
এবিষয়ে উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আজাদ বলেন, ইউএনও মহোদয়ের সাথে দেখা করার আগে মোবাইল ফোনে আমি সমন্বয়কদের ডেকে ছিলাম। সমন্বয়করা হয়তো ভুল বুঝে আসেনি। তবে কোন লাঞ্ছিত করার মত কোন ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও ঘোনা কুচিয়ামারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুল খালেক স্বৈরাচার সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে বিগত ৮ বছরে একাধিক নিয়োগ বাণিজ্য, অধ্যাপককে পদোন্নতির নামে উৎকোচ গ্রহণ, কলেজের দাতা সদস্যের নিকট থেকে নিয়োগের নামে ৭ লাখ টাকা গ্রহণ, লাইব্রেরিয়ান পদে ১১ লাখ নিয়োগ বাণিজ্য, এইচএসসি ও ডিগ্রীতে ফরম ফিলাপের নামে অতিরিক্ত টাকা গ্রহণ সহ ২৮টি অভিযোগ এনে বৈষম্য বিরোধীর ছাত্র সমন্বয়করা প্রায় ২৩দিন যাবত বিভিন্ন কর্মসূচিতে আন্দোলন করে আসছে।
আ. দৈ. /কাশেম/ আশরাফ