শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল এসেছে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মিয়ানমার থেকে আমদানিকৃত প্রথম চালান। জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ ও ভৌত পরীক্ষার পর দ্রুত খালাসের কাজ শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে।
এর আগে পাকিস্তান থেকে চাল আমদানি করার বিষয়েও জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। ১৪ জানুয়ারি খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল খালেক এবং টিসিপির চেয়ারম্যান সৈয়দ রাফিউ বশির শাহ নিজ নিজ পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।
খাদ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, সরকারের ক্রয় কমিটির অনুমোদনের পর চাল আমদানির প্রক্রিয়া শুরু হবে। আশা করা হচ্ছে, এই চাল আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে আসতে শুরু করবে। খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই সমঝোতা স্মারক দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।