সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) প্রতি বছর প্রায় ৮ লাখ দোকানের মাধ্যমে দেড়শো কোটি ওরস্যালাইন প্যাকেট বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান। সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এসএমসি তাদের ৫০ বছর পূর্তি উদযাপন করছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান বলেন, "আমাদের বাজারজাতকৃত পণ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হলো খাবার স্যালাইন, ওরস্যালাইন এন। ডায়রিয়া এবং পানিশূন্যতা মোকাবিলায় প্রতি বছর প্রায় দেড়শো কোটি স্যালাইন বাজারজাত করছি। আমাদের ওরস্যালাইনের ব্যবহার শিশু মৃত্যুহার কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এটা আমাদের জন্য বড় অর্জন।"
তিনি আরও জানান, এসএমসি পরিবার পরিকল্পনা কর্মসূচির লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে এবং আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রায় অর্ধেক ব্যবহারকারী এসএমসি ব্র্যান্ডের গর্ভনিরোধক পদ্ধতির ওপর নির্ভরশীল। এসএমসি বর্তমানে মা, শিশু, কিশোর-কিশোরী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম পরিচালনা করছে। এসএমসিতে বর্তমানে ৪ হাজার ৫০০ কর্মী কর্মরত।
এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম বলেন, "এসএমসির সাফল্যের মূলে রয়েছে সুষ্ঠু প্রাতিষ্ঠানিক সুশাসন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মচারীদের নিরলস প্রচেষ্টা, কৌশলগত পরিকল্পনা এবং সরকার ও উন্নয়ন অংশীজনদের সহযোগিতা। আমরা আগামী বছরগুলোতেও নারী, শিশু এবং পরিবারের জীবনমান উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাব।"
সংবাদ সম্মেলনের শেষে "পঞ্চাশের উচ্ছ্বাসে, একসাথে আগামীতে" প্রতিপাদ্য নিয়ে এসএমসির ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করা হয়।
আ. দৈ./ সাধ