শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
ব্যাংক-বীমা
রাঙামাটিতে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত
Publish: Wednesday, 15 January, 2025, 6:13 PM  (ভিজিট : 22)

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ‘ভরসার নতুন জানালা’র উদ্যোগে জেলার নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 


এই প্রশিক্ষণে জেলার ১০টি উপজেলার প্রায় ১৬০জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন। গতকাল বুধবার রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কৃষিবিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। 

রেজাউল করিম সিদ্দিক বলেন, বাণিজ্যিক কৃষি বিকাশ ও দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ইউসিবি প্রান্তিক কৃষকদের জন্য এই বিশেষ প্রকল্প চালু করেছে। কৃষক যাতে সহজশর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙি্ক্ষত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন, সে জন্য তাদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

তিনি বলেন, আজকাল কৃষি আর আগের মতো সহজ সরল নয়। এটি হয়ে উঠেছে একটি জটিল ব্যবসা। সফল কৃষক হতে হলে শুধু জমি চাষ করলেই হবে না, উদ্যোক্তা হতে হবে। নতুন নতুন উদ্যোগ নিতে হবে, সৃজনশীল হতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একজন সফল কৃষি উদ্যোক্তা হতে হলে আবহাওয়া, বাজারের চাহিদা, জমির উর্বরতা ইত্যাদি বিবেচনা করে কোন ফসল লাগালে বেশি লাভ হবে তা আমাদের জানতে হবে। কোথায় ভালো বীজ, চারা, পোনা ও বাচ্চা পাওয়া যাবে: ভালো মানের বীজ, চারা, পোনা ও বাচ্চা ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে তা যেমন জানতে হবে, তেমনি উৎপাদিত পণ্য কীভাবে প্রক্রিয়াজাত করবেন, কোথায় বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে: বাজার সম্পর্কে সঠিক তথ্য থাকলে উৎপাদিত পণ্যের ভালো দাম পাওয়া যাবে-এসব বিষয়ও জানতে হবে।

উল্লেখ্য, ‘ভরসার নতুন জানালা’ নামক কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ৬০টি জেলায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। 

এ ছাড়া কৃষি উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিরাজমান ‘দূরত্ব’ কমিয়ে আনা, উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।



র/আ

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় বিএফআইইউয়ের সেই মাসুদ বিশ্বাস গ্রেফতার
এনসিটিবি’র সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের নামে মামলা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশে নিপীড়ন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: হিউম্যান রাইটস ওয়াচ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথে
ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
চায়না পোশাকে সয়লাব দেশ
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
ব্যাংক-বীমা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝