বগুড়া গাবতলীর রামেশ্বপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নিজস্ব অর্থায়নে গরীব অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন। রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ বাস্তবায়নে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডলের সভাপতিত্বে ও সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন স্থানীয় রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ সাজু, ইউপি মেম্বার সাইদুল ইসলাম, বিলকিছ বেগম, ইউপি সচিব শাহ আলম, হিসাব সহকারী মিল্লাত হোসেন, স্থানীয় রবিউল ইসলাম, আবু বক্কর সিদ্দিক ঘুনু, আব্দুল করিম, নুরুন্নবী, মানিক, কাজল, নুরুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পৃথকভাবে ২৬জন নারীকে ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন বলেন, “সমাজসেবা কাজ আমার ও আমাদের পরিবারের নেশা। গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”
আ. দৈ. /কাশেম/মিজানুর