সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে সহকারী শিক্ষক পদের জন্য সুপারিশ ও নিয়োগপত্র পাওয়া ছয় হাজার ৫৩১ জন দ্রুত যোগদানের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমাণ তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন যেন থামছেই না।
তারা বলেন, ২০২৩ সালের ১৪ জুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৯ মার্চ। এ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত বছরের ২১ এপ্রিল এবং ১২ জুন ভাইভা সম্পন্ন হয়। সুপারিশপ্রাপ্ত হননি এমন ৩১ জন রিট করলে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায়। আদালতে চারটি শুনানির পরও কোনো সুরাহা হয়নি।
বক্তারা আরও বলেন, গত বছরের ৮ ডিসেম্বর পদায়ন সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। নিজ নিজ জেলার সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমাদানও শেষ হয়েছে। অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্রও হাতে পেয়েছেন। চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ছয় হাজার ৫৩১টি পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। সবাই একপ্রকার মানসিক বিপর্যয় ও মানবেতর জীবনযাপন করছি।
আর কত ধৈর্য ধরতে হবে, এভাবে আর কতদিন মানসিক যন্ত্রণা সহ্য করতে হবে- এমন প্রশ্ন রেখে তারা বলেন, এখন আমাদের থাকার কথা নিজ নিজ কর্মস্থলে। অথচ আমরা আজ রাস্তায়। এ কেমন প্রহসন আমাদের সঙ্গে? এর দায়ভার কে নেবে? আমরা এক প্রকার মানবেতর জীবন-যাপন করছি।
বক্তারা বলেন, আমাদের একটাই দাবি, দ্রুত এর সমাধান করে আমাদের যোগদানের ব্যবস্থা করে দিতে হবে। ছয় হাজার ৫৩১ জন কেন নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবেন? এই মুহূর্তে আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা অনতিবিলম্বে যোগদান করতে চাই।
মানববন্ধনে তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশ ও নিয়োগপত্র পাওয়াদের সমন্বয়ক তালুকদার পিয়াস, জেরিন, নওরীন, লিজা আক্তারসহ অনেক শিক্ষক উপস্থিত ছিলেন।
আ. দৈ/ সাম্য