শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
শিক্ষা
দ্রুত যোগদান চান প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 14 January, 2025, 6:52 PM  (ভিজিট : 33)
ছবিঃ অনলাইন

ছবিঃ অনলাইন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে সহকারী শিক্ষক পদের জন্য সুপারিশ ও নিয়োগপত্র পাওয়া ছয় হাজার ৫৩১ জন দ্রুত যোগদানের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমাণ তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন যেন থামছেই না।  

তারা বলেন, ২০২৩ সালের ১৪ জুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৯  মার্চ। এ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত বছরের ২১ এপ্রিল এবং ১২ জুন ভাইভা সম্পন্ন হয়। সুপারিশপ্রাপ্ত হননি এমন ৩১ জন রিট করলে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায়। আদালতে চারটি শুনানির পরও কোনো সুরাহা হয়নি।

বক্তারা আরও বলেন, গত বছরের ৮ ডিসেম্বর পদায়ন সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। নিজ নিজ জেলার সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমাদানও শেষ হয়েছে। অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্রও হাতে পেয়েছেন। চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে ছয় হাজার ৫৩১টি পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। সবাই একপ্রকার মানসিক বিপর্যয় ও মানবেতর জীবনযাপন করছি।

আর কত ধৈর্য ধরতে হবে, এভাবে আর কতদিন মানসিক যন্ত্রণা সহ্য করতে হবে- এমন প্রশ্ন রেখে তারা বলেন, এখন আমাদের থাকার কথা নিজ নিজ কর্মস্থলে। অথচ আমরা আজ রাস্তায়। এ কেমন প্রহসন আমাদের সঙ্গে? এর দায়ভার কে নেবে? আমরা এক প্রকার মানবেতর জীবন-যাপন করছি।  

বক্তারা বলেন, আমাদের একটাই দাবি, দ্রুত এর সমাধান করে আমাদের যোগদানের ব্যবস্থা করে দিতে হবে। ছয় হাজার ৫৩১ জন কেন নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবেন? এই মুহূর্তে আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা অনতিবিলম্বে যোগদান করতে চাই।

মানববন্ধনে তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশ ও নিয়োগপত্র পাওয়াদের সমন্বয়ক তালুকদার পিয়াস, জেরিন, নওরীন, লিজা আক্তারসহ অনেক শিক্ষক উপস্থিত ছিলেন।  

আ. দৈ/ সাম্য
   বিষয়:  সরকারি প্রাথমিক বিদ্যালয়   সহকারী শিক্ষক     
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় বিএফআইইউয়ের সেই মাসুদ বিশ্বাস গ্রেফতার
এনসিটিবি’র সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের নামে মামলা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশে নিপীড়ন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: হিউম্যান রাইটস ওয়াচ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথে
ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
চায়না পোশাকে সয়লাব দেশ
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
শিক্ষা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝