জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এই মামলায় এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীকেও আসামি করা হয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, গত বছর ২৩ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়।
ডেপুটি গভর্নর থাকাকালে এসকে সুরের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ ওঠে, যা প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) সম্পর্কিত ঋণ কেলেঙ্কারির ঘটনায় তার সম্পৃক্ততার ইঙ্গিত দেয়।
২০২২ সালে এসকে সুরের পরিবারকে নিয়ে সকল লেনদেনের তথ্য সংগ্রহ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয় দুদক।
একই বছরের ২৯ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এসকে সুর ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসর নেন এবং পরে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
আ. দৈ./ সাধ