গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকের ভীত অধিকতর শক্তিশালীকরণের লক্ষ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি. নতুন বছরে খেলাপি বিনিয়োগ আদায়ের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে।
তারই অংশ হিসেবে গত ৭ জানুয়ারি ব্যাংকের খেলাপি গ্রাহক রাঙ্কা ডেনিম টেক্সটাইল মিলস লিমিটেড, রাঙ্কা সোয়েল কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড, রুট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং রুট অ্যাপারেলস লিমিটেড (রুট গ্রুপ) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজ্জাকুল হোসেনের নিকট ব্যাংকের বকেয়া পাওনা প্রায় ৭৯৬.৩৬ কোটি টাকা আদায়ের লক্ষ্যে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে উক্ত প্রতিষ্ঠানের অফিসের সামনে ব্যাংকের প্রধান কার্যালয় এবং শাখার বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ অবস্থান কর্মসূচী পালন করে।