আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল আগামীকাল রোববার (১২ জানুয়ারি) তাদের চূড়ান্ত স্কোয়াড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে জমা দেবে। অংশগ্রহণকারী দলগুলোকে ১৫ সদস্যের স্কোয়াড জমা দেওয়ার জন্য আগামীকালই শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণার আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে নিয়ে কিছুটা ধোঁয়াশায় ছিলেন নির্বাচকরা। তবে শুক্রবার (১০ জানুয়ারি) তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবং সাকিব আল হাসান ‘অবৈধ’ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকায় তাদের নিয়ে আর সংশয় নেই। শোনা যাচ্ছে, সাকিবকে আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন নির্বাচক গণমাধ্যমকে জানিয়েছেন, দলটি আইসিসির কাছে জমা দেওয়া হবে, তবে তা এখনই গণমাধ্যমে প্রকাশ করা হবে না। কারণ জমা দেওয়ার পরও দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে।
তিনি বলেন, "কালই দল পাঠাবো আমরা। কিন্তু প্রাথমিক দলটি প্রকাশ করা হবে না। এটি শুধু আইসিসির জন্য। পরে আমরা সবার জন্য দল ঘোষণা করবো। দল প্রায় ঠিক করা হয়ে গেছে।"
প্রসঙ্গত, ১২ জানুয়ারি দল জমা দেওয়ার পরও দলগুলো ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবে। টুর্নামেন্ট শুরু হওয়ার এক সপ্তাহ আগে এই সুযোগ শেষ হবে।
আ. দৈ./ সাধ