শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
ব্যাংক-বীমা
আইসিএমএবি’র সদস্যদের ক্রেডিট কার্ড দেবে ঢাকা ব্যাংক
Publish: Thursday, 9 January, 2025, 7:01 PM  (ভিজিট : 23)

পেশাদার হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টটেন্ট, বাংলাদেশ (আইসিএমএবি) এর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ঢাকা ব্যাংক পিএলসি। এই সমঝোতার অন্যতম উদ্দেশ্য আইসিএমএবি সদস্যদের আর্থিক অভিজ্ঞতা বাড়ানো। ঢাকা ব্যাংকের আলোচিত সমঝোতার আওতায় আইসিএমএবি সদস্যদের জন্য একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড তৈরি করবে।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারকে সই ও বিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনওয়াজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এম এম ময়েন উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান উদীয়মান বাজার কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, , উপ-ব্যবস্থাপনা পরিচালক (কর্পোরেট) আখলাকুর রহমান, এসইভিপি ও খুচরা ব্যবসা বিভাগের প্রধান এইচ.এম. মোস্তাফিজুর রহমান, এসইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা সাহাবুব আলম খান, আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আখতারুজ্জামান, এফসিএমএ, আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট ও সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশের গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ কাউসার আলম, এফসিএমএ, আইসিএমএবি’র নির্বাহী পরিচালক মোঃ মাহবুব-উল-আলম, এফসিএমএ প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঢাকা ব্যাংক সূত্রে জানা গেছে, আলোচিত কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডটি আইসিএমএবি সদস্যদের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে, প্রচুর সংখ্যক আকর্ষণীয় সুবিধা রয়েছে যার মধ্যে রয়েছে- বার্ষিক ফি মওকুফ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে সীমাহীন বিনামূল্যে অ্যাক্সেস, পিক-এন্ড-ড্রপ পরিষেবা। 

এছাড়া মাস্টারকার্ডের লাউঞ্জ কি প্রোগ্রামের আওতায় ১২০টি দেশের ১৩০০টির বেশি বিমানবন্দরে বিনামূল্যে লাউঞ্জ ব্যবহার, বছরব্যাপী “বাই ওয়ান, গেট ওয়ান” ডিল, ফাইভ-স্টার হোটেলে ছাড় সুবিধা এবং ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণসীমা পাওয়া যাবে। এই অংশীদারিত্বের উদ্যোগের মাধ্যমে আইসিএমএবি’র সদস্যরা সারা বছর অগ্রাধিকারমূলক এবং সুবিধাজনক খুচরা ব্যাংকিং সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সমাধান, আর্থিক পরিষেবা, ঋণের সুদের হার হ্রাস এবং ঢাকা ব্যাংক থেকে অন্যান্য সুবিধা উপভোগ করতে পারবেন। 

অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, “আমরা আইসিএমএবি’র সদস্যদের জন্য একটি যৌথ-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড আনতে পেরে আনন্দিত। আমরা আইসিএমএবি’র সাথে যুক্ত হতে পেরে এবং প্রকৃতপক্ষে একটি নতুন মাত্রা যোগ করতে পেরে গর্বিত।” আইসিএমএবি সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “আমরা আশাবাদী যে এই যৌথ উদ্যোগটি আইসিএমএবি সদস্যদের জীবনধারায় একটি নতুন মাত্রা যোগ করবে আমরা আমাদের সদস্যদের আরও মূল্য আনতে ঢাকা ব্যাংকের সাথে আমাদের অংশীদারিত্ব জোরদার করতে কাজ করব”।

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় বিএফআইইউ'র মাসুদ বিশ্বাস কারাগারে,রিমান্ড শুনানি রোববার
সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করল বিএসএফ
ইসিকে সরঞ্জাম সহায়তা দেবে ইউএনডিপি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
ব্যাংক-বীমা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝