৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সারাদেশের মানুষের আগ্রহের বিষয় ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাত। কথা ছিল, তারেক রহমান বাংলাদেশে আসবেন। তবে দলীয় ও পারিবারিক সিদ্ধান্তে আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান।
এমন খবরে মানুষের আগ্রহে কিছুটা ভাটা পড়ে। তবে কিছুদিন পরেই জানা যায়, চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। আর তারপর থেকেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতের মুহুর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন বিএনপির নেতাকর্মী ছাড়াও সারাদেশের মানুষ। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।
এরপর বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহন করা কাতারের বিশেষ অ্যাম্বুলেন্স বিমান।
জানা গেছে, হিথ্রো বিমানবন্দরের বাইরে তখন আবেগঘন পরিস্থিতি। বিপুল দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তারেক রহমান স্বপরিবারের খালেদা জিয়াকে বরণ করে নিতে উপস্থিত হয়েছেন।
অবশেষে প্রতীক্ষার প্রহর ফুরালো। দীর্ঘ সাত বছর পর মাকে জড়িয়ে ধরলেন তারেক রহমান। এমন দৃশ্যে পুরো বিমানবন্দরে সৃষ্টি হয় এক আবেগঘন মুহুর্ত। অনেকের চোখের কোণে ছলছল করে ওঠে জলের বিন্দু।
ইমিগ্রেশনের সকল প্রক্রিয়া শেষে মাকে নিয়ে গাড়ীতে ওঠেন তারেক রহমান। নিজে গাড়ী চালিয়ে মাকে নিয়ে যান নির্ধারিত হাসপাতাল লন্ডন ক্লিনিকে।
জানা গেছে, সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হসপিটালে তাঁর চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া।
আ. দৈ/ আফরোজা