যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো স্পষ্টভাবে জানিয়েছেন, দুই দেশ একত্র হওয়া একেবারেই অসম্ভব।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব করেছেন। ট্রুডো এই প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং তা সম্ভব নয় বলে জানিয়েছেন।
ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি সাম্প্রতিক জরিপগুলোতে নেতিবাচক ফলাফলের মুখোমুখি হওয়ায় দলীয় চাপের মুখে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যেই ট্রাম্পের মন্তব্যে তার প্রতিক্রিয়া এসেছে।
গত মঙ্গলবার ক্যাপিটল হিলে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা পাওয়ার পর ফ্লোরিডায় একটি প্রেস কনফারেন্সে ট্রাম্প কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত বিষয়ক আলোচনা করেন। সেখানে তিনি বলেন, কৃত্রিম সীমান্ত থেকে মুক্ত হয়ে দুই দেশ এক হলে জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ট্রাম্প আরও বলেন, কানাডার সেনাবাহিনী খুব ছোট এবং তারা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, যা অযৌক্তিক।
একজন সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করেন, এই একীকরণে সামরিক শক্তি প্রয়োগ করবেন কি না, ট্রাম্প জানান, তিনি অর্থনৈতিক শক্তি প্রয়োগ করবেন।
আ. দৈ./ সাধ