ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন তারা। স্মারকলিপিটি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, “ডাকসুকে পুনরায় সক্রিয় করার জন্য কমিশন গঠন করা হলেও সুপারিশ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। গঠনতন্ত্র সংশোধন নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রস্তাবনাগুলোর অগ্রগতিও অজানা।”
এতে আরও বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই তাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়, যা বরাবরই জাতীয় নেতৃত্বে পথপ্রদর্শক, এখনও এই প্রক্রিয়ায় পিছিয়ে রয়েছে।”
শিক্ষার্থীরা দাবি করেন, রোডম্যাপে প্রয়োজনীয় সংস্কারের সময় নির্ধারণসহ ডাকসু নির্বাচনের নির্দিষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত করতে হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।”
আ.দৈ./সাধ