আলো ঝলমলে জমকালো উৎসবের মধ্য দিয়ে নতুন বছর ২০২৫-কে বরণ করে নিয়েছে সিডনিবাসী। সিডনি অপেরা হাউস ও হারবার ব্রিজের মনোমুগ্ধকর আলোকছটা ও আতশবাজির মাধ্যমে স্থানীয় সময় রাত ১২টায় শুরু হয় নতুন বছরের উদযাপন। এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১০ লাখেরও বেশি মানুষ।
দ্য সিডনি মর্নিং-এর প্রতিবেদন অনুসারে, এবারের বর্ষবরণে খরচ হয়েছে প্রায় ৬.৩ মিলিয়ন ডলার এবং ব্যবহার করা হয়েছে ৯ টন আতশবাজি। এই আয়োজনে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করে আকাশ থেকে বিস্ময়কর আলোক প্রদর্শন দেখানো হয়েছে। একইসঙ্গে হারবার ব্রিজের পশ্চিম দিক থেকে শুরু করে পুরো সিডনিকে আলোকিত করেছে আতশবাজির ঝলকানি।
উৎসবের অংশ হিসেবে, অস্ট্রেলিয়ান সঙ্গীতশিল্পী লুনা প্যানের একটি বিশেষ সাউন্ডট্র্যাক বাজানো হয়। সিডনি অপেরা হাউস এবং সিবিডির আকাশচুম্বী ভবন থেকে ধারাবাহিকভাবে আতশবাজি ফোটানো হয়েছে, যা বন্দরের চারপাশকে আলোকিত করেছে।
বর্ষবরণের এই বর্ণিল আয়োজন প্রতি বছর সিডনিতে নতুন রঙ ও চমক নিয়ে আসে। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটকরা এই উৎসবে অংশ নিতে সিডনিতে ভিড় করেন।
সিডনির বর্ষবরণ উৎসব শুধু নতুন বছরের সূচনাই নয়, এটি বিশ্বব্যাপী অন্যতম আকর্ষণীয় নববর্ষ উদযাপনের দৃষ্টান্ত হয়ে উঠেছে।
আ. দৈ./ সাধ