খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে আটক করেছে যৌথবাহিনী।গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে গোবরচাকা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তল্লাশি করে পাঁচটি ককটেল, দুটি রামদা, দুটি চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চিংড়ি পলাশ দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত এবং তার নামে সোনাডাঙ্গা থানায় হত্যা, মাদক ও অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। মাদক ও সন্ত্রাস নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় যৌথবাহিনী।
আ. দৈ/ আফরোজা