দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর মাত্র ৪৮ ঘণ্টা পরে মাঠে গড়াবে খেলা। তবে এখনও সিলেট স্ট্রাইকার্স দলে যোগ দেননি গত দুই আসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাকে ছাড়াই অনুশীলন শুরু করেছে ২০২৩ আসরের রানার্স-আপরা। তবে প্রধান কোচ একেএম মাহমুদ ইমন বললেন, মাশরাফির জন্য অপেক্ষা করবেন তারা।
গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর থেকে মাঠের বাইরে মাশরাফি। এবারের বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল তার। প্লেয়ার্স ড্রাফট থেকে দ্বিতীয় ডাকে দলে ভিড়িয়েছে সিলেট। কিন্তু এখন অভিজ্ঞ পেসারের বিপিএলে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিশেষ করে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আলোর বাইরে মাশরাফি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিপিএলে কি আদৌ খেলতে দেখা যাবে টুর্নামেন্টটির সবচেয়ে সফল অধিনায়ককে।
মিরপুর বিসিবির একাডেমি মাঠে শনিবার দলের অনুশীলন শেষে এই বিষয়ে পরিষ্কার উত্তর দিতে পারেননি মাহমুদ। তবে মাশরাফিকে দলের অবিচ্ছেদ্য অংশই বলেন সিলেটের প্রধান কোচ।
তিনি বলেন, আমাদের স্কোয়াডে এখনও আছে মাশরাফি। কারণ, এই দলের ওতপ্রোত অংশ মাশরাফি। সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মাশরাফি কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী। ও যদি খেলার অবস্থায় থাকে, ফিটনেস যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।
মাশরাফির সঙ্গে কথাবার্তা চলছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে। ফিটনেসের বিষয়ে কথা হচ্ছে। কারণ প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।
এ সময় মাহমুদ বলেন, মাশরাফির জন্য অপেক্ষা করবেন তারা। তবে সেটি যে নির্দিষ্ট সময় পর্যন্ত সেটিও জানিয়ে দেন তিনি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে বিপিএলের ১১তম আসর। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট।
আ.দৈ/এআর