শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
রাজনীতি
ক্ষমতায় যাওয়া নয়, সুশাসন প্রতিষ্ঠাই লক্ষ্য: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 27 December, 2024, 6:50 PM  (ভিজিট : 167)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।

ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত দলের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। 

সম্মেলনের সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল। সকাল আটটা থেকে যশোরসহ আশপাশের জেলা ও উপজেলার নেতা-কর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হতে শুরু করেন।শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, দুর্নীতি এবং দুঃশাসনমুক্ত দেশ গড়তে আমরা আপনাদের ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতা চাই। আপনারা পাশে থাকলে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারব।

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশের যুব সমাজ আজ সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরছে। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা প্রত্যেক শিক্ষার্থীকে কর্মক্ষম ও যোগ্য করে তুলবে।

সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবাই এ দেশের সমান নাগরিক। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কোনো বিভাজন করা উচিত নয়। সংবিধান সবার সমান অধিকার নিশ্চিত করেছে। 

মামলার বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করে জামায়াতের আমির বলেন, নিরীহ মানুষদের মামলায় জড়ানো ঠিক নয়। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত। তিনি আরও বলেন, ‘যশোর জেলার ন্যায্য উন্নয়ন হয়নি। ব্রিটিশ আমলের পুরোনো জেলা হয়েও এখানে কোনো আধুনিক পার্ক নেই। মানুষ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা নেতাদের দ্বারা বারবার বঞ্চিত হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কর্মী পরিষদ সদস্য মুহাদ্দিস আবদুল খালেক, আজীজুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। 

এদিকে সম্মেলনে আসা মিছিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের কয়েকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভাঙচুর এবং বঙ্গবন্ধুর নাম কেটে ফেলার অভিযোগ উঠেছে। যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস জানান, এমন কোনো নির্দেশনা ছিল না। এটি হলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 


আ. দৈ./ সাধ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করল বিএসএফ
ইসিকে সরঞ্জাম সহায়তা দেবে ইউএনডিপি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
রাজনীতি- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝