ভিন্ন ধারার এক স্বচ্ছ রাজনীতির চর্চা করছে বিএনপি। যা খুবই ইতিবাচক ভাবে নিচ্ছে সাধারণ মানুষ। এই ধারা অব্যাহত থাকলে রাজনীতিতে একের পর এক দৃষ্টান্ত হয়ে থাকবে এসব ঘটনা। এসব ব্যাপারে দলের হাইকমান্ড খুবই কঠোর। যেই যে পদের হোন না কেন; বিন্দু মাত্র ছাড় দেয়া হচ্ছে না। একের পর এক ভিন্নতা আসছে বিএনপির রাজনৈতিক পরিকল্পনায়ও। এদিকে গত বুধবার জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পরিকল্পনার কথাও জানান দিয়েছেন লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৮ বছর ক্ষমতার বাইরে ছিলো দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশে জাতীয়তাবাদী দল-বিএনপি। হঠাৎ করেই একমাসের ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। অনেকেরই ধারণা ছিলো হাসিনা সরকারের পতন হলে একদিনে দেশে লাশের স্তুপ হয়ে যাবে। শুরু হবে বিএনপির নিশংসতা। কারণ বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি নেতাকর্মীদের উপর যে অমানবিক অত্যাচার নির্যাতন চালিয়েছে, তাতে বিএনপি প্রতিহিংসা পরায়ন আচরণ দেখাবে-এটাই স্বাভাবিক। কিন্তু না। সহিংসতার জায়গায় হিন্দুদের বাড়িঘর মন্দির পাহাড়া দিয়েও দৃষ্টান্ত স্থাপন করেছে দলটি। সামাস্য কিছু ঘটনা ঘটলেও তা দমনে কঠোর বিএনপি।
বিবএনপি নেতারা বলছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নামে একটি পক্ষ নৈরাজ্যের চেষ্টা অব্যাহত রেখেছে। এর সঙ্গে দলের উৎশৃঙ্খল কিছু নেতাকর্মীও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তবে এসব কাজে সম্পৃক্ত দলীয় কাউকেই ছাড় দিচ্ছে না বৃহৎ এই রাজনৈতিক দলটি। ইতোমধ্য নিজ দলের নেতাদের নামেও মামলা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি।
সবশেষ গত বুধবার (০৪ সেপ্টম্বর) দিবাগ রাতে রাজধানীতে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগে এক জেলা বিএনপি নেতার নামেও দলীয় ভাবে মামলা দায়ের করা হয়। এছাড়া বহু নেতাকর্মীকে বহিস্কার ও পদ স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পর্যন্ত বাদ যাননি। তার পদাবনতি করা হয়েছে। শুধু এখানেই সীমাবদ্ধ নয়; বিতর্কিত নেতাকর্মীদের ত্রাণের টাকাও নিচ্ছে না দলটি। ভুলক্রমে বিতর্কিত এক নেতার টাকা নেওয়ার পর সেই টাকা আবার ফেরত দেওয়া হয়। প্রতিটা ঘটনাই একেকটা দৃষ্টান্ত।
বিএনপি নেতারা আরো জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে দেশে যে কোনো সহিংসতার দায় আসতো বিএনপির উপর । কোথাও বাসে আগুগ লাগলে-তার দায় বিএনপির, কোনো হত্যা হলে তার দায় বিএনপি, প্রেট্রোল বোমা থেকে শুরু করে মন্দির ভাংচুর, হিন্দুদের বাড়ি ঘরে দুবৃত্তের আগুন- যেখানে যা-ই ঘটুক তার দায় বিএনপির উপরই চাপানো হতো। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর এধরনের উল্লেখ যোগ্য ঘটনা দেখেনি দেশবাসী। বরং হিন্দুদের মন্দির-বাড়ি-ঘর বিএনপি নেতাকর্মীরা পাহাড়া দিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন আজকের দৈনিককে বলেন, বিএনপির রাজনীতির গুনগত অনেক পরিবর্তন আনা হচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন- তিনি সকলকে অনৈতিক কর্মকান্ড থেকে দূরে থাকার জন্য কড়া ভাবে নির্দেশনা দেন। দখল, লুটপাট, সহিংসতা, চাঁদাবাজি এসবে সম্পৃক্ত থাকার প্রমাণ পেলেই তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে বিএনপির নামে দোষ চাপানোর ষড়যন্ত্রও চালানো হচ্ছে। অনেক সময় আমাদের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ আসে, পরে তা তদন্তে দেখা যায়-সেখানে ওই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। বিশেষ করে এটা মন্দিরের বেলায়। পরে দেখা গেছে সেখানে কোনো ঘটনাই ঘটেনি। আর যে সব ঘটনার আমরা প্রমাণ পাচ্ছি- আপনারা তো দেখছেনই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা অব্যাহত থাকবে। দলের যিনিই হোন না কেন, কোনো ধরনের অনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এটা শুধু এখনকার জন্য নয়; এটা অব্যাহত থাকবে।
এসব বিষয় সাধারণ মানুষ খুবই ইতিবাচক ভাবে নিচ্ছেন। তারা বলছেন, এইভাবে সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভোটের রাজনীতিতে বিএনপির আর কোনো চিন্তা করতে হবে না। দীঘদিন ক্ষমতায় বাইরে থাকা দলটি ইতোমধ্যে আগুন সন্ত্রাসের তকমা থেকে রেহাই পেয়েছে।
বিএনপি নেতারা বলছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা পলানোর পর ৯ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে সমাবেশ কওে দলটি। ওই দিন হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি দিকনির্দেশনা মুলক বক্তব্যে দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দেন।
সেই বক্তব্যে তারেক রহমান বলেন, অতিত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্যে কোন সমাধান হতে পারে না। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়, আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিত সুবিচার প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত, জবাবদিহিমূলক একটি নিরাপদ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি।
বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহবান জানিয়ে তারেক রহমান বলেন, কোনো পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। দেশবাসীর প্রতি আমার বিনিত আহবান কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবে না দয়া করে। বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না। কেবল দৃষ্টান্ত অনুসরণ নয়; নিজেই দায়িত্বশীলতা এবং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করুন।
এরপরও দলীয় যারা বিভিন্ন ধরনের অনিয়মে জড়িয়ে পড়ছেন-দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবশেষ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম জানান, চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর পান্থপথ সিগনালের পাশে চাঁদপুর স্টোর নামের এক ব্যবসা প্রতিষ্ঠানে কলাবাগান থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত ১৫/২০ জনকে নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগদ ৬০ হাজার টাকা লুট করে। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে শারীরিকভাবে প্রহার করে তারা। ওই অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ছাত্রদল তাকে তাৎক্ষণিক বহিষ্কার করে। একই সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম নিজে বাদী হয়ে ছাত্রদলের অফিসিয়াল প্যাডে কলাবাগান থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর মামলা করেছেন।
এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলার এজাহার দেন। শুধু তাই নয়; বন্যার্তদের জন্য দেওয়া এই নেতার ১০ লাখ টাকাও ফেরত দেয় বিএনপি।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। ভালুকা উপজেলার একটি কোম্পানির জুট ব্যবসার কাজ নিজ দলের নেতাকর্মীদের পাইয়ে দিতে সুপারিশ করার অভিযোগ উঠে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে। তার পরই রোববার মধ্যরাতে বিএনপির ফেইসবুক পেইজে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
এস আলমের গাড়িতে চড়ে সবংর্ধনা অনুষ্ঠানে যাওয়ায় ঘটনায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মত নেতাকেও। এরপর তিনি গত ২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে বিষয়টি ‘অসাবধনতা ও অনিচ্ছাকৃত’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২১ আগস্ট বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদ স্থগিত করা হয়। ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি গণমাধ্যমে প্রচার হলে সেই গণমাধ্যমে অগ্নিসংযোগ করা হবে’ এমন বক্তব্য দিয়ে গত ১৮ আগস্ট দলীয় পদ খোয়ান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উপদেষ্টা পরিষদের পদ থেকে পদাবনতি করে তাকে নির্বাহী কমিটির সদস্য করা হয়।
আ. দৈ. /কাশেম/আরিফ