রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আজ দুপুর ১২টার দিকে মহাখালী এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। পরবর্তী সময়ে তারা কলেজের মূল গেটে এসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
বিক্ষোভ মিছিলে পদবঞ্চিত নেতাকর্মীরা ‘অবৈধ কমিটি মানি না, মানব না; পকেট কমিটি মানি না, মানব না’-সহ নানা স্লোগান দেন।
এ সময় ছাত্রদলের সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আল ওয়াসি বলেন, গতকাল একটি অবৈধ কমিটি গঠিত হয়েছে। যেখানে গুম, খুন, হামলা ও মামলার শিকার নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিতুমীর কলেজ শাখা ছাত্রদল এই কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে কমিটি বর্ধিত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়কে আগুনে জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।
আ.দৈ/এআর